শেষ পর্যন্ত অবশ্য ট্রেন চালকের তৎপরতায় বড় কোনও বিপদ ঘটেনি৷ কোনওক্রমে গাড়িটি রেল লাইন থেকে সরিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ শেষ পর্যন্ত অবশ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷
আরও পড়ুন: কিছু রেল স্টেশনের নামের শেষে কেন রোড লেখা থাকে? ৯৯ শতাংশ মানুষই বলতে পারবেন না
advertisement
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ তাতে দেখা যায় রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু মানুষ৷ ঘটনাস্থলে এসেছে পুলিশও৷
মদ্যপ ওই চালকের ততক্ষণে হুঁশ ফিরেছে৷ বিপদ বুঝে কোনওমতে গাড়িটিকে রেল লাইন থেকে নামিয়ে পাশের রাস্তায় চলে যান চালক৷ সেখান থেকেই বেপরোয়া গতিতে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি৷ সেই সময় গাড়ির ধাক্কায় তিন জন আহতও হয়৷
পুলিশ অবশ্য ওই মদ্যপ চালককে ছাড়েনি৷ গাড়ি তাড়া করে গিয়ে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় গাড়িটি৷