আর রাহুল গান্ধি সম্পর্কে? একই রকম কটাক্ষের সুর জাতীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ আজাদের বক্তব্যে। সর্বভারতীয় সংবাদমাধ্যম নিউজ 18-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আজাদের বক্তব্য, ইন্দিরা গান্ধির কাছে তিনি আজীবন কৃতজ্ঞ। কারণ, তিনি সুযোগ না দিলে লোকসভার সদস্য হিসাবে ভোটে দাঁড়ানোর সুযোগই পেতেন না কাশ্মীরের রাজনীতিতে প্রথম সারির এই ব্যক্তিত্ব।
সনিয়া গান্ধিকে লেখা পদত্যাগের চিঠিতে আজাদ অভিযোগ করেছিলেন, শীর্ষ নেতৃত্বের বড় অংশ কুক্ষিগত হয়েছে একটি গোষ্ঠীর হাতে। স্বভাবতই তাঁর অভিযোগের আঙুল ছিল রাহুল গান্ধীর দিকে। আজাদের অভিযোগ ছিল, ঠিক যে কারণে এই মুহূর্তে গোটা দেশের জন্য যা প্রয়োজনীয় তেমন কোনও সদর্থক পদক্ষেপ কংগ্রেস নেতৃত্বের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না।
advertisement
সে অধ্যায়ের বেশ কয়েক মাস পরেও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি সম্পর্কে একই মনোভাব কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আজাদের বিস্ফোরক অভিযোগ, দলীয় বৈঠকে তাঁকে কার্যত বিজেপির লোক হিসাবেই চিহ্নিত করতে গিয়েছিলেন রাহুল। কংগ্রেস নেতৃত্বের আজকের অবস্থা বোঝাতে গিয়ে ইন্দিরা গান্ধীর উদাহরণ টানেন তিনি।
তাঁর কথায়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারির খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে জড়ো হয়ে গিয়েছিলেন লাখো লাখো কংগ্রেস কর্মী-সমর্থক। দলের সাধারণ কর্মীদের এতটাই ভরসা ছিল প্রয়াত ইন্দিরা গান্ধির উপরে। আর এখন দলের নেতাকে ইডি অফিসে ডাকলে মুখ্যমন্ত্রীদের এসে জমায়েতের ব্যবস্থা করতে হয়। ভবিষ্যতে কংগ্রসের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা আছে? এমন প্রশ্নের উত্তরে সে সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিয়ে গুলাম নবি জানান, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি এখন আজাদ।