পাকিস্তানের 70 তম স্বাধীনতা দিবসে ওয়াঘার দু’পারেই বজায় রইল উত্তেজনা।বিতর্কের ঝড় তুলে খাস দিল্লিতে বসে পাকিস্তানের স্বাধীনতা দিবস জম্মু-কাশ্মীরকে উৎসর্গ করলেন পাক রাষ্ট্রদূত। পাল্টা পাকিস্তানকে ব্যঙ্গ ভারতের।
প্রতিবেশীর কাঁটা বারবার বিঁধছে নয়াদিল্লিকে। বুরহান ওয়ানি তাস আগেই খেলা হয়েছে। রবিবার, স্বাধীনতা দিবসেও সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে মর্টার হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারত। তারপরেই আরও কড়া জবাব দিল নয়াদিল্লি।
advertisement
পাকিস্তানকে কড়া বার্তা দিতে নজিরবিহীনভাবে প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাই জানালেন না রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রথাভঙ্গে বিতর্ক দানা বাঁধলেও অনড় প্রণব। ক্ষত উসকে দিতেই এদিন কাশ্মীরে হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠানোর প্রস্তাব দেয় পাকিস্তান।
পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দেয় বিদেশমন্ত্রক। শ্লেষের সুরে মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপের মন্তব্য,‘ পাকিস্তানের ত্রাণ পাঠানোর প্রস্তাব অবাস্তব। ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক ‘সাহায্য’ পেয়েছে ভারত। আন্তর্জাতিক সন্ত্রাস থেকে অনুপ্রবেশ, অস্ত্র সরবরাহ থেকে মাদক পাচার সবকিছুতেই পাকিস্তানের সাহায্যের একাধিক প্রমাণ রয়েছে। ’
রবিবার সকালেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলেন পাক রাষ্ট্রদূত আবদুল বসিত। খাস দিল্লিতে বসে পাকিস্তানের স্বাধীনতা দিবস কাশ্মীরকে উৎসর্গ করেন তিনি।
কাশ্মীর নিয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় দিল্লির অনাগ্রহ দেখেই কৌশল বদল করেছেন নওয়াজ শরিফরা।সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনকে মাথায় রেখেই কাশ্মীর নিয়ে সুর চড়াচ্ছেন তাঁরা। রবিবার, প্রণবের প্রথাভঙ্গ, পাকিস্তান তো বটেই, বার্তা দিয়ে রাখল আন্তর্জাতিক মহলকেও।