TRENDING:

Telengana assembly elections: বছর শেষে ভোট, সব আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিলেন কে চন্দ্রশেখর রাও

Last Updated:

২০১৮ সালেও ভোট এগিয়ে এনে বিরোধীদের চমকে দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দ্রাবাদ: ভোটের দিন ঘোষণার আগেই মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনের জন্য আগাম প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছিল বিজেপি৷ এবার তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল ভারত রাষ্ট্র সমিতি, যা আদতে টিআরএস বলেই পরিচিত ছিল৷ নির্ধারিত সূচি অনুযায়ী এগোলে এ বছরের শেষ দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷
advertisement

তেলেঙ্গানায় বিধানসভা আসন মোট ১১৯টি৷ সবকটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে কে চন্দ্রশেখর রাওয়ের দল৷ এবার তেলেঙ্গানায় ক্ষমতায় ফিরলে হ্যাটট্রিক করবে কে চন্দ্রশেখর রাওয়ের সরকার৷ প্রার্থী তালিকা ঘোষণা করে কেসিআর-এর হুঁশিয়ারি, ৯৫ থেকে ১০৫টি আসনে জয়ী হবেন তাঁরা৷

তবে এবার নিজে দুটি আসন থেকে লড়বেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ নিজের কেন্দ্র গজবেল ছাড়াও কামারেড্ডি কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেসিআর৷

advertisement

কেসিআর জানিয়ে দিয়েছেন, এবারেও আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর সঙ্গে জোট বজায় রাখছেন তাঁরা৷ প্রতিপক্ষকে টেক্কা দিেতই কে চন্দ্রশেখর রাও এত তড়িঘড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন বলে মনে করা হচ্ছে৷ ২০১৮ সালেও ভোট এগিয়ে এনে বিরোধীদের চমকে দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷

তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির মূল প্রতিপক্ষ কংগ্রেস৷ তারাও প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েেছ৷ তাঁর সরকারের আমলে চালু হওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে সামনে রেখেই মসনদে ফিরতে চাইছেন কে চন্দ্রশেখর রাও৷

advertisement

২০১৮ সালেও মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগে ইস্তফা দেন কেসিআর৷ যেহেতু বিরোধী কোনও দলেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তাই ভোট হয়৷ দেখা যায় সেই ভোটে ১১৯টির মধ্যে ৮৮টি আসনেই জয়ী হয়েছে কেসিআর-এর দল৷ কংগ্রেস, তেলেঙ্গানা জন সমিতি, তেলুগু দেশম পার্টি, সিপিআই মিলে জোট গড়েও কেসিআর সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এবারের নির্বাচনেও অধিকাংশ পুরনো মুখকেই ফের টিকিট দিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের দল৷ ১১৯টির মধ্যে মাত্র ৭টি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Telengana assembly elections: বছর শেষে ভোট, সব আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিলেন কে চন্দ্রশেখর রাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল