তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কংগ্রেসের রাজ্য সভাপতি অনুমুলা রেভান্থ রেড্ডি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। গত মঙ্গলবারই তার নাম ঘোষণা করা হয়। নিজের নাম ঘোষণার পর গতকাল দিল্লি পৌঁছন অনুমুলা রেভান্থ রেড্ডি। তাঁর সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ভদ্র।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজধানী দিল্লিতে এআইসিসির সাধারণ সম্পাদক কে.সি.ভেনুগোপাল ঘোষণা মতোই অনুমুলা রেভান্থ রেড্ডি আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বর তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। রেভান্থ রেড্ডি তেলেঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের দল ভারতীয় রাষ্ট্রীয় সমিতি দুইবারের মেয়াদে রাজ্য শাসন করার পর গত ৩০নভেম্বর নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় তারা কংগ্রেসের কাছে ক্ষমতার লড়াইয়ে হেরে গিয়েছেন।