“রাষ্ট্রীয় জনতা দলের মন্ত্রীরা দপ্তরে নিজেদের জন্য কোনও নতুন গাড়ি কিনবেন না,” মন্ত্রীদের দেওয়া ছয়টি নির্দেশের প্রথমটিই হল এটি। ৩২ বছর বয়সী এই নেতা আরজেডি মন্ত্রীদের প্রত্যেকের প্রতি বিনয়ী হতে এবং ‘নমস্তে’ ও ‘আদাব’ জানিয়ে অভিবাদনের ঐতিহ্যকে প্রচার করার অনুরোধ করেছেন।
আরও পড়ুন- "আমি কর দিই, তৃণমূলের অনেকের প্যান কার্ডও নেই,"সম্পত্তি বৃদ্ধি প্রসঙ্গে শুভেন্দু
advertisement
“রাষ্ট্রীয় জনতা দলের মন্ত্রীরা অবশ্যই কর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের নিজেদের পা স্পর্শ করতে দেবেন না,” মন্ত্রীদের করণীয়র তালিকায় রয়েছে তেজস্বী যাদবের এই নির্দেশও। মন্ত্রীদের উপহার হিসেবে ফুল/তোড়া দেওয়ার পরিবর্তে অবিলম্বে বই-কলম দিতে বলা হয়েছে।
“দরিদ্র এবং অভাবী মানুষের সঙ্গে আচরণ করার সময় মন্ত্রীদের অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং মানুষের বর্ণ/ধর্মকে বিষয়টির অগ্রাধিকার নির্ধারণ করতে দেবেন না,” বলা হয়েছে নির্দেশিকায়। মন্ত্রীদের উচিত নিজস্ব বিভাগে সততা, স্বচ্ছতা এবং তৎপরতা প্রচার করা, বলা হয়েছে আরেকটি নির্দেশে।
আরও পড়ুন- "চলুন, চোখে চোখ রেখে কথা বলি," মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চিঠি বিজেপি বিধায়কের!
মন্ত্রীদের তাঁদের কাজের পরিকল্পনা এবং উন্নয়নমূলক কাজগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও বলা হয়েছে যাতে জনগণ তাঁদের কাজ সম্পর্কে ইতিবাচক তথ্য পেতে পারে। সব মিলিয়ে বিজেপির ‘জঙ্গলরাজ’ সমালোচনার মধ্যেই দলের ‘ইমেজ’ ফেরাতে তৎপর তেজস্বী যাদব।