TRENDING:

Tejashwi Yadav Child Birth: দাদু হলেন লালু প্রসাদ যাদব, দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী...! 'ছবি' পোস্ট করে সন্তানের জন্মের ঘোষণা লালুপুত্রের

Last Updated:

Tejashwi Yadav Child Birth: দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী যাদব। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের পুত্র সন্তান হয়েছে। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে এ কথা জানিয়েছেন তেজস্বী নিজেই। পোস্টে সদ্যোজাতের ছবিও প্রকাশ করেছেন তেজস্বী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহার: দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী যাদব। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের পুত্র সন্তান হয়েছে। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে এ কথা জানিয়েছেন তেজস্বী নিজেই। পোস্টে সদ্যোজাতের ছবিও প্রকাশ করেছেন তেজস্বী।
তেজস্বী যাদব
তেজস্বী যাদব
advertisement

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব মঙ্গলবার তার পুত্র সন্তানের জন্মের ঘোষণা করে X হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন। একটি ছবিও শেয়ার করেছে তেজস্বী নবজাতকের পাশে একটি হাসপাতালে নিজের একটি ছবি শেয়ার করেছেন।

আরও পড়ুন: ইলিশ-ভেটকিকে দেবে দশ দশ গোল…! ঔষধি গুণে ভরপুর এই ‘মাছ’, নাম শুনলেই থলে হাতে ছুটবেন বাজার

advertisement

তেজস্বী পোস্টে লিখেছেন, ‘শুভ সকাল! অবশেষে অপেক্ষার অবসান!’

একইসঙ্গে সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, “আমাদের ছোট্ট ছেলের আগমনের বার্তা দিতে পেরে আমি খুবই কৃতজ্ঞ, ধন্য এবং আনন্দিত। জয় হনুমান!”

তেজস্বী ২০২১ সালে রাজশ্রী যাদবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালের মার্চ মাসে তাঁদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘দুর্বল’ ATM পিন ‘এটাই’…! আপনারটা নয় তো? সতর্ক হন, নইলে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, এরইমধ্যে রবিবার আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করার পর যাদব পরিবার নিয়ে হইচই পরে যায় দেশ জুড়ে। লালু যাদব তার ছেলের ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ উল্লেখ করেন এবং তাঁর সঙ্গে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Tejashwi Yadav Child Birth: দাদু হলেন লালু প্রসাদ যাদব, দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী...! 'ছবি' পোস্ট করে সন্তানের জন্মের ঘোষণা লালুপুত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল