TRENDING:

হেডফোন কানে গান শোনার ফল!‌ অন্যমনস্ক কিশোরীকে টেনে নিয়ে ছিঁড়ে খেল চিতা

Last Updated:

হেডফোন কানে থাকার কারণেই সম্ভবত ওই কিশোরী চিতার ডাক শুনতে পায়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌রুদ্রপুর:‌ দিব্যি কানে হেডফোন গুঁজে, খোশমেজাজে গান শুনছিল কিশোরী। নৈনিতালের রুদ্রপুর এলাকায় সেই হেডফোনের নেশাতেই ঘটে গেল দুর্ঘটনা। অন্যমনস্ক কিশোরীকে টেনে নিয়ে গেল চিতা বাঘে। কামড়ে, ছিঁড়ে খেল শরীর। রবিবার বন দফতরের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।
advertisement

রবিবার বিকালে বালিপারাও জঙ্গল অঞ্চলের রামনগর এলাকায় একটি স্থানীয় খালের ধারে বসে একমনে হেডফোনে গান শুনছিল ওই কিশোরী। সন্ধ্যাবেলা, অন্ধকার হওয়ার ফলে তাঁকে বারবার নিষেধ করা হয়। কিন্তু কারওর বারণ সে শোনেনি। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ এক পূর্ণবয়স্ক চিতাবাঘ হামলা করে ওই কিশোরীকে। টেনে নিয়ে যায় জঙ্গলে। পরে জঙ্গল থেকে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

রামনগরের বনদফতরের আধিকারিক জানিয়েছেন, ‘‌ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছই। সেখানে একটি চিরুনি আর একটি হেডফোন আমরা পেয়েছি। হেডফোন কানে থাকার কারণেই সম্ভবত ওই কিশোরী চিতার ডাক শুনতে পায়নি।’‌ এই নিয়ে একমাসে ওই এলাকায় চিতাবাঘের হামলায় মৃত্যু হল আটজনের। বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছে, সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি মোটে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হেডফোন কানে গান শোনার ফল!‌ অন্যমনস্ক কিশোরীকে টেনে নিয়ে ছিঁড়ে খেল চিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল