সরকারি স্কুল খুললেও, বেসরকারি স্কুলগুলি বন্ধই রাখা হয়েছে৷ স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মা-বাবারা শিশুদের স্কুলে যেতে দিতে এখনও ভয় পাচ্ছেন৷ গত দু দিনে কয়েকটি হিংসাত্মক বিক্ষোভও ঘটেছে কাশ্মীর উপত্যকায়৷ একমাত্র পুলিশ পাবলিক স্কুল ও কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয়েই হাতে গোনা পড়ুয়া দেখা গিয়েছে৷ বারামুলার বাসিন্দা ফারুক আহমেদ দারের কথায়, 'বারামুলায় পরিস্থিতি এখনও অস্থির৷ তাই সন্তানকে স্কুলে পাঠানোর প্রশ্নই ওঠে না৷' আধিকারিকরা জানাচ্ছেন, পাট্টান, পলহালান, সিংপুরা, বারামুলা ও সোপোরে বিধি নিষেধ এখনও শিথিল করা হয়নি৷ বারামুলায় স্কুলও খোলা হয়নি৷ তবে বাকি জেলাগুলি একেবারে স্বাভাবিক৷
উপত্যকায় এ হেন পরিস্থিতির প্রসঙ্গ তুলেই কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস৷ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের কটাক্ষ, 'জম্মু-কাশ্মীরে সব স্বাভাবিক৷ কিন্তু স্কুলে পড়ুয়া নেই, বন্ধ ইন্টারনেটও৷'
আরও ভিডিও: থমথমে কাশ্মীর, নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা