সংসদে অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু । এরপরই টিডিপির দলীয় সাংসদদের স্বাধিকারভঙ্গের নোটিশ আনতে নির্দেশ দিয়েছেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনার নির্দেশিকা জারি করেছেন চন্দ্রবাবু ।
মার্চ মাসেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের স্বীকৃতি না দেওয়ায় এনডিএ সরকার ছাড়ে টিডিপি । অনাস্থা ভোটের দিনও প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন ১৪তম অর্থ কমিশন অনু্যায়ী এই স্বীকৃতি দেওয়া সম্ভব নয় । একই কথা বলেছিলেন পীযূষ গোয়েল । কিন্তু চন্দ্রবাবু জানিয়েছেন অর্থ কমিশন আইনের ভুল ব্যাখ্যা করা হয়েছে ও সেইজন্যই এই নোটিশ আনার সিদ্ধান্ত নিয়েছে টিডিপি ।
advertisement
আরও পড়ুন: মুম্বই বনধ, উত্তপ্ত নবি মুম্বই সহ অন্যান্য এলাকা, ব্যাহত বিদ্যুত ও ইন্টারনেট পরিষেবা
থেমে নেই কংগ্রেসও । মঙ্গলবারই লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের কাছে মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারমনের বিরুদ্ধে একটি স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিয়েছে কংগ্রেস । রাফায়েল চুক্তি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগে এই নোটিশ এনেছে কংগ্রেস । অনাস্থা ভোটের দিন এই প্রসঙ্গে মোদি বলেছিলেন কেন্দ্র জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে গিয়ে রাফায়েল জেটের ক্রয়মূল্য প্রকাশ করতে পারবে না ।
কী এই স্বাধিকারভঙ্গের নোটিস?
সংসদ বা বিধানসভার যে কোনও নেতা আনতে পারেন এই নোটিশ । সাধারণত, সাংসদ ও বিধায়করা কিছু বিশেষ সু্যোগ সুবিধা ভোগ করে থাকেন । তাই কোনও নেতার বিরুদ্ধে যদি বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ অথবা এই সমস্ত সুযোগের অপব্যবহারের অভিযোগ উঠলে এই নোটিশ আনা হয় । অভিযোগ প্রমাণিত হলে সংসদীয় আইন অনু্যায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ।