করছাড়।
আয়করে ছাড়। সুপারিশ নীতি আয়োগের। মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমও তেমনটাই চান। সেন্টার ফর পলিসি রিসার্চও জানাচ্ছে, নোট বাতিলের পর আয়কর ছাড়ের সীমা না বাড়লে মুখ থুবড়ে পড়বে শিল্পোৎপাদন। ডিসেম্বরেই অর্থমন্ত্রক সূত্র জানা গিয়েছিল, বাজেটে বিপুল করছাড়ের ঘোষণা করতে চলেছেন অরুণ জেটলি।
আয়করে ছাড়
আয়ের সীমা সম্ভাব্য হার
advertisement
৪ লক্ষ টাকা পর্যন্ত আয়কর নেই
৪ লক্ষ ১ টাকা
থেকে ১০ লক্ষ ১০ শতাংশ
১০ লক্ষ ১ টাকা
থেকে ১৫ লক্ষ ১৫ শতাংশ
১৫ লক্ষ ১ টাকা
থেকে ২০ লক্ষ ২০ শতাংশ
২০ লক্ষের বেশি ৩০ শতাংশ
এই সম্ভাবনার কথা স্বীকার করেনি অর্থমন্ত্রক। তবে উড়িয়েও দেয়নি। ছাড়ের ঊর্ধ্বসীমাও দেড় লক্ষ থেকে বেড়ে হতে পারে ২ লক্ষ। এই সম্ভাবনা সত্যি হলে, একধাক্কায় অনেকটাই কমে যাবে আয়করের বোঝা।
এখন আয়কর
আয়ের সীমা আয়কর
২.৫০ লক্ষ নেই
২ লক্ষ ৫০ হাজার
১ টাকা থেকে ৫ লক্ষ ১০ শতাংশ
৫ লক্ষ ১ টাকা থেকে
১০ লক্ষ ২০ শতাংশ
১০ লক্ষের বেশি ৩০ শতাংশ
সরাসরি ৪ লক্ষ টাকা আয়কর ছাড় ঘোষণা করতে হলে অনেকটাই ঝুঁকি নিতে হবে কেন্দ্রকে। পরিবর্তিত পরিস্থিতিতে তা কি সম্ভব? তাই বেশ কয়েকটি বিকল্প পথও খোলা জেটলির
সামনে।
গৃহঋণ, স্বাস্থ্য ও জীবনবিমায় ছাড় আরও বাড়ানো হতে পারে কিছু ক্ষেত্রে ক্যাশলেস লেনদেনে ছাড় দেওয়া হতে পারে ৷
নোট বাতিলের পর আরও থমকে গিয়েছে শিল্পোৎপাদন। তলানিতে ভোগ্যপণ্যের বিক্রি প্রাক বাজেট রিপোর্টে উৎপাদন ক্ষেত্রের জন্য ছাড়ের ইঙ্গিত
ছাড় আসতে পারে দু-ভাবে-
কিছু ভোগ্যপণ্যের ক্ষেত্রে স্বল্পমেয়াদী প্যাকেজ ঘোষণা হতে পারে
উৎপাদন ক্ষেত্রে করভার কমার সম্ভাবনা
নোট বাতিলের ক্ষতে জেটলির মলমে কি কাজের কাজ হবে? উত্তরের অপেক্ষায় দেশ।