TRENDING:

Tata Group on Ahmedabad Plane Crash: 'দুর্ঘটনার কারণ জানতে পারলেই...', আহমেদাবাদ বিপর্যয়ের পর কর্মীদের চিঠি, কী লিখলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান?

Last Updated:

চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ঠিক কোন ভুলে এত বড় বিপর্যয় ঘটে গেল তা জানার চেষ্টা চলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আহমেদাবাদের বিমান দুর্ঘটনা টাটা সংস্থার ইতিহাসে অন্যতম কালো দিন৷ আহমেদাবাদ দুর্ঘটনার পরের দিন সংস্থার কর্মীদের চিঠি দিয়ে এমনই দাবি করলেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন৷ ঘটনায় গভীর শোক প্রকাশ করে চন্দ্রশেখরন জানিয়েছেন, অসংখ্য প্রাণহানির এই ঘটনায় গোটা টাটা গোষ্ঠীই শোকস্তব্ধ৷
আহমেদাবাদে বিপর্যয়ের পর কর্মীদের খোলা চিঠি টাটা গোষ্ঠীর চেয়ারম্যন এন চন্দ্রশেখরনের৷
আহমেদাবাদে বিপর্যয়ের পর কর্মীদের খোলা চিঠি টাটা গোষ্ঠীর চেয়ারম্যন এন চন্দ্রশেখরনের৷
advertisement

একই সঙ্গে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তা জানিয়েছেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সবরকম সহযোগিতা করবে টাটা গোষ্ঠী৷ এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখবে তারা৷

চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ‘এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য কোনও শব্দই০২২ যথেষ্ট নয়৷ তবু দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন অথবা আহত হয়েছেন তাঁদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই৷ আমরা তাঁদের পাশে রয়েছি৷’

advertisement

২০২২ সালের ২৭ জানুয়ারি টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করে৷ ১৯৩২ সালে জেআরডি টাটার হাত ধরেই পথ চলা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া৷ ফলে ৬৯ বছর বাদে এয়ার ইন্ডিয়া ঘরে ফিরেছিল বলেই সেই সময় প্রচারও শুরু হয়৷

আরও পড়ুন: টেক অফের পরই চালকদের মারাত্মক ভুল? অভিশপ্ত বিমানে দুই অস্বাভাবিকতা, ধরে ফেললেন অভিজ্ঞ পাইলট

advertisement

চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ঠিক কোন ভুলে এত বড় বিপর্যয় ঘটে গেল তা জানার চেষ্টা চলছে৷ তিনি জানিয়েছেন, ভারত, আমেরিকা এবং যুক্তরাজ্য থেকে একাধিক তদন্তকারী দল আহমেদাবাদে এসে পৌঁছেছে এবং টাটা গোষ্ঠী তাদের সবরকম সহযোগিতা করবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারলেই টাটা গোষ্ঠী স্বচ্ছতা বজায় রেখে তা জনসমক্ষে নিয়ে আসবে৷ আহমেদাবাদ থেকে লন্ডন গামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ শুক্রবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরই ভেঙে পড়ে৷ এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tata Group on Ahmedabad Plane Crash: 'দুর্ঘটনার কারণ জানতে পারলেই...', আহমেদাবাদ বিপর্যয়ের পর কর্মীদের চিঠি, কী লিখলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল