একই সঙ্গে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তা জানিয়েছেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সবরকম সহযোগিতা করবে টাটা গোষ্ঠী৷ এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখবে তারা৷
চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ‘এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য কোনও শব্দই০২২ যথেষ্ট নয়৷ তবু দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন অথবা আহত হয়েছেন তাঁদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই৷ আমরা তাঁদের পাশে রয়েছি৷’
advertisement
২০২২ সালের ২৭ জানুয়ারি টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করে৷ ১৯৩২ সালে জেআরডি টাটার হাত ধরেই পথ চলা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া৷ ফলে ৬৯ বছর বাদে এয়ার ইন্ডিয়া ঘরে ফিরেছিল বলেই সেই সময় প্রচারও শুরু হয়৷
আরও পড়ুন: টেক অফের পরই চালকদের মারাত্মক ভুল? অভিশপ্ত বিমানে দুই অস্বাভাবিকতা, ধরে ফেললেন অভিজ্ঞ পাইলট
চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ঠিক কোন ভুলে এত বড় বিপর্যয় ঘটে গেল তা জানার চেষ্টা চলছে৷ তিনি জানিয়েছেন, ভারত, আমেরিকা এবং যুক্তরাজ্য থেকে একাধিক তদন্তকারী দল আহমেদাবাদে এসে পৌঁছেছে এবং টাটা গোষ্ঠী তাদের সবরকম সহযোগিতা করবে৷
তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারলেই টাটা গোষ্ঠী স্বচ্ছতা বজায় রেখে তা জনসমক্ষে নিয়ে আসবে৷ আহমেদাবাদ থেকে লন্ডন গামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ শুক্রবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরই ভেঙে পড়ে৷ এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে৷