নাগওর শহরের তেরপল ব্যবসায়ী ইরফান জানালেন, কারখানার প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হয় তেরপল। নাগওর শহরের লাদনুন তহসিলে তৈরি হয় তেরপল। দোকানে মেলে ৫০-এর বেশি ধরনের তেরপল। তবে, মানুষের মধ্যে চাহিদা মূলত ৫ ধরনের তেরপলের--
আমেরিকান তেরপল-- এটি সবথেকে পোক্ত তেরপল। সহজে ছেড়ে না। এবড়ো-খেবড়ো জমির উপরেও ব্যবহার করা যায়। টেকশই। অন্তত ৫ বছর পর্যন্ত টেকে। বর্তমানে এই তেরপলের দাম ২২০ টাকা প্রতি কেজি দরে।
advertisement
কোটেড তেরপল-- এটি সবথেকে টেকশই তেরপল। বানানো হয় পিভিসি আর প্লাস্টিকের মিশ্রণে। কৃষকরা বেশি এই তেরপল কেনেন। টেকে প্রায় ১০ বছর। দাম ১২০ টাকা কেজি প্রতি।
গ্ল্যাক্স তেরপল-- এটি তৈরি শুধু প্লাস্টিক দিয়ে। সহজে ছিঁড়ে যায়। টেকে ৩-৪ মাস। কিন্তু এটিই সবথেকে দামি, দাম ৪০০ টাকা প্রতি কেজি।
মাটি তেরপল-- এটি মূলত কৃষকরা ব্যবহার করেন। শষ্যের নীচে বেছানো হয়। 20×20 আকারে মেলে। দাম ১০০০ টাকা। বাড়ি মেরামতির সময়ও ব্যবহার করা হয় এই তেরপল।
ঝাল-- কাপড় আর প্লাস্টিকের মিশেলে বানানো হয় তেরপল। নোংড়া বহন করা ও ফসল কাটার সময় এটি ব্যবহার করা হয়। দাম ১০০৯ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যে।
প্লাস্টিক-- এটি খুবই নিম্ন মাণের, পাতলা। দাম ৪০০ টাকা, মেলে 20×20 সাইজে।