এদিন ঘটনার কথা জানিয়ে ট্যুইট করে কাশ্মীর পুলিশ। জানানো হয়, 'সংখ্যালঘু এক ব্যক্তিকে গুলি করেছে জঙ্গিরা। মৃত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। রবিবার সকালে পুলওয়ামার আচান বাজারে যাওয়ার পথে তাঁর উপরে হামলা চালানো হয়।' একই সঙ্গে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পর পরই এলাকার সংখ্যালঘু বাসিন্দাদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নিয়েছে তারা। আততায়ীর খোঁজে চিরুণী তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
গত চারমাসে এই নিয়ে দ্বিতীয় বার সাধারণ মানুষকে টার্গেট করল জঙ্গিরা। গত বছরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন একাধিক কাশ্মীরি পণ্ডিত।
Location :
Jammu and Kashmir
First Published :
February 26, 2023 4:04 PM IST