আরও পড়ুন: জিন্স পরা মহিলাদের সন্তানরা ট্রান্সজেন্ডার হয়! দাবি কেরালার এক শিক্ষকের
পেটের ব্যথায় বহুদিন ধরেই ভুগছিল হাতরাসের এক মহিলা ৷ তান্ত্রিকের তুকাতাকে ব্যথা ভাল হয়ে যাবে বিশ্বাস ছিল তাঁর ৷ গত বছর জুলাই মাসে স্বামী ও চার বছরের মেয়েকে নিয়ে নিয়ে বৃদ্ধাবনের ওই আশ্রমে যান তিনি ৷ সেখানে বাবা দ্বারকাদাস ওই মহিলাকে বলেন, তাঁর শরীরে অশুভ শক্তি ভর করেছে ৷ এ জন্য তাঁকে ঝাড়ফুঁক করা হবে বলেও জানানো হয় ৷ রাত ১০ টার সময় ঝাড়ফুঁকের জন্য ওই মহিলাকে আশ্রমের তিন তলার একটি ঘরে নিয়ে যাওয়া হয় ৷ মহিলার স্বামীকে হাতে প্রদীপ দিয়ে নীচে পাঠিয়ে দেওয়া হয় ৷
advertisement
আরও পড়ুন: কান্না কেন? ধর্ষণের পর তিন বছরের শিশুকে বাক্সে ঢোকাল প্রতিবেশী
এরপরেই ওই তান্ত্রিক মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ ৷ পরে আরও একদিন একই ঘটনা ঘটে ৷ এই কথা জানাজানি হলে পরিবারের সকলকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ৷ সে সময় চুপ করে থাকলেও বাড়ি ফিরে এসে স্বামীকে সব কথা খুলে বলেন ওই মহিলা ৷ এরপরেই ধর্ষণের অভিযোগে বাবা দ্বারকাদাসের বিরুদ্ধে গত বছর ২২ জুলাই বৃন্দাবন থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷