তামিলনাড়ুর তরুচিরাপল্লির থুরাইউর শহর... উড়তে গিয়ে অসাবধানতাবসত কুঁয়োয় পড়ে যায় একটি ময়ূর। সেই কুঁয়োটি আবার সাপেরদের আস্তানা...এই অবস্থায় ময়ূরটিকে বাঁচাতে অবলীলায় কুঁয়োয় নেমে পড়েন স্থানীয় এক যুবক, বাঁচান ময়ূরটিকে! কুঁয়োয় নামা থেকে, প্রতিমুহূর্তে সাপেদের এড়িয়ে ময়ূরটিকে বাঁচানো... ৩ মিনিট ২৬ সেকন্ডের এই ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে 'ভাইরাল'!
দেখে নিন হাঁড়হিম করা সেই ভিডিওটি--
advertisement
ভিডিওটিতে দেখা যায়, কোমড়ে দড়ি বেঁধে ধীরে ধীরে কুঁয়োয় নামেন তামিলাড়ুর বাসিন্দা ওই যুবক। ধীরে ধীরে সাপেদের সায়েস্তা করে এগিয়ে যায় ডুবন্ত ময়ূরটির কাছে। প্রথমে ময়ূরটিকে ধরতে একটু বেগ পেতে হয়, কারণ পাখিটি ভয়ে শিঁটিয়ে ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ময়ূরটিকে ধরে নিজের কোলে বসায় যুবক। এরপর, কুঁয়োর উপরে থাকা ব্যক্তিদের সিগন্যাল দিলে, তাঁরা তাঁকে দড়ি ধরে টেনে তোলেন।
