তামিলনাড়ুর কোলাতুর থেকে এগিয়ে ডিএমকে-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এমকে স্ট্যালিন। অন্যদিনে কোয়েম্বাটুর দক্ষিণ থেকে এদিয়ে মেগাস্টার কমল হাসান। নিজের দল মাকাল নিধি মিয়ামের (এমএনএম) হয়ে কোয়াম্বাটোর দক্ষিণ থেকে লড়ছেন কমল হাসান।
বুথফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে (Tamil Nadu) পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। দেড়শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেসের জোট সঙ্গী স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। তবে দক্ষিণের এই রাজ্যে খাতা খুলতে পারে বিজেপি। এদিকে পুদুচেরিতে ক্ষমতায় আসতে পারে বিজেপির সঙ্গী এআইএনআর (AINR)।
advertisement
গত দশবছর ধরে তামিলনাড়ুতে ক্ষমতায় ছিল এআইএডিএমকে। তবে ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয় এআইএডিএমকে। নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু করেন ও পনিরসেলভাম এবং এডাপাড্ডি কে পালানিস্বামী। তবে বিজেপির মধ্যস্থতায় ফের এক হয়ে কাজ করতে শুরু করেন দুই নেতা।
এই রাজ্যের ২৩৪ আসনে গত ৬ এপ্রিল ভোট হয়েছে। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার ১১৮।