আজ সপরিবারে ভারতে এসে পৌঁছেছেন ,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে দেশের গরিবি ঢাকতে আহমেদাবাদের বস্তির সামনে পাঁচিল তোলা হয়েছে। যাতে ট্রাম্পের যাত্রাপথে কোনও গরিবি দৃশ্য চোখে না পড়ে। সেই পাঁচিল তোলার পরেই কেন্দ্রীয় সরকারের নজর পড়ে তাজমহলের উপরে। তারপরই তিনশো বছরের ইতিহাসকে সৌন্দর্যায়নের জন্য ধুয়ে মুছে সাফ করা হয়। 'ক্লে প্যাক' ব্যবহার করা হয়। তারপর তা পরিশুদ্ধ জল দিয়ে ধোয়ে ফেলা হয়। ইতিহাস বলছে যদিও এর আগে পাঁচ বার তাজমহলের বাইরের অংশ ধোয়া-মোছা করা হলেও, সমাধিস্থলে হাত দেওয়া হয়নি। কারণ এই রেপ্লিকা সমাধির নীচেই রয়েছে মুঘল সম্রাট শাহজাহান এবং তাঁর স্ত্রী মুমতাজের সমাধি।
advertisement
সোমবারই স্ত্রী, কন্যাকে নিয়ে তাজমহল দর্শন করার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে আসল সমাধিস্থলে যেতে পারবেন না ট্রাম্প। সম্প্রতি তাজমহল পরিদর্শন করে ট্রাম্পের সুরক্ষাবাহিনী জানিয়েছে যে সমাধিস্থলের প্রবেশপথের উচ্চতা মাত্র পাঁচ ফুট। ট্রাম্পের পক্ষে মাথা নীচু করে সেখানে যাওয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, ১৭০০ বছরের পুরোনো এই সমাধি জনসাধারণের জন্য শাহজাহানের মৃত্যুবার্ষিকী-সহ বছরে মোট তিনবার খুলে দেওয়া হয়। আর তার তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোপুরিভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে। ট্রাম্প সফরকে কেন্দ্র করে গোটা তাজমহল মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে। পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে তাজমহল। বিমানবন্দর থেকে তাজমহল যাওয়ার প্রতিটি দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানা রঙের কারুকার্যে।