TRENDING:

প্রবল বৃষ্টিতে জলে ভাসছে তাজমহল চত্বর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কয়েক মাস আগে প্রবল ঝড়ে ভেঙে পড়েছিল তাজমহলের একাংশ। এবার প্রবল বৃষ্টিতে ভাসল তাজমহল চত্বর। গত কয়েদিন ধরে আগ্রাতে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে শহরের অনেক জায়গায় জল জমে গিয়েছে। বেহাল অবস্থা আগ্রা শহরের। এই অবস্থায় আগ্রার প্রধান আকর্ষণ তাজমহল যে রেহাই পাবে না তা অনুমেয়।
advertisement

গতকাল শুক্রবার সকালে দেখা যায় তাজমহলের মূল সৌধের সামনের বিস্তীর্ণ প্রাঙ্গণ জলে থৈথৈ করছে। ফোয়ারাগুলো আলাদা করে বোঝার উপায় নেই। সবই জলের তলায় চলে গিয়েছে। সবুজ বাগানও ভ্যানিস! মাঝেমধ্যে বৃষ্টির জমা জলের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে ঘাসের ডগা। গোটা চত্বর জলের তলায়। এদিকে বৃষ্টি হয়েই চলেছে। ফলে অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করছেন অনেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জলস্তর বেড়েই চলেছে। আকাশের মুখ ভার। তারমধ্যেই অবশ্য পর্যটকরা আসছেন তাজমহল দর্শনে। ছাতা মাথায় ফুটপাতের মত লাল পাথরের তৈরি হাঁটার পথ ধরে এগিয়ে যাচ্ছেন তাজমহলের মূল সৌধের দিকে। কিন্তু তার দু’পাশে সবুজ গালিচার যা অবস্থা তাতে তা অনায়াসে জলে ভরা খেত বলে চালিয়ে দেওয়া যায়!

বাংলা খবর/ খবর/দেশ/
প্রবল বৃষ্টিতে জলে ভাসছে তাজমহল চত্বর