TRENDING:

আইবি অফিসার খুনে অভিযুক্ত তাহির হুসেনকে দল থেকে বহিষ্কার করলেন কেজরিওয়াল

Last Updated:

বৃহস্পতিবার সন্ধেয় আপ নেতা তাহিরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিল দিল্লি পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইবি অফিসার খুন, অগ্নিসংযোগ ও হিংসা ছড়ানোর মতো একাধিক অভিযোগে এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাহির হুসেনকে দল থেকে বহিষ্কার করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার সন্ধেয় আপ নেতা তাহিরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিল দিল্লি পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ করা হয়েছে।
advertisement

আপ কাউন্সিলরের বিরুদ্ধে আজ সকাল থেকেই অভিযোগ উঠেছিল, তাঁর সঙ্গী সাথীরা খুন করেছে ও হিংসায় মদত দিয়েছে ৷ ঘুরিয়ে সেই অভিযোগকেই স্বীকৃতি দিল দিল্লি পুলিশ ৷

বুধবার উত্তর পূর্ব দিল্লির এক জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দা দপ্তরের কর্মী অঙ্কিত শর্মার দেহ ৷ তাই নিয়ে জাফরাবাদ এলাকায় উত্তেজনা ছিল কালও ৷ কিন্তু অঙ্কিত শর্মার বাবা একেবারে অন্য অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, আপের নেতা তাহির হুসেনের সমর্থকরাই তাঁর ছেলে অঙ্কিতকে হত্যা করেছে ৷ শুধু তাই নয়, প্রথমে বেধড়ক মারা হয়েছে তাঁর ছেলেকে ৷ তারপর তাঁর ছেলের মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার গুলিও করা হয়েছে, এমনই অভিযোগ ছিল ওই সদ্য পুত্র হারানো পিতার ৷

advertisement

যদিও, এ সবই অনুমানের ভিত্তিতে বলা হয়েছিল ৷ কারণ দেহ এখন ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এখনও হাতে আসেনি পুলিশের ৷ প্রয়াত অঙ্কিত শর্মার প্রতিবেশীরা জানিয়েছেন, শুধু এই হত্যার সঙ্গে তাহির জড়িয়ে আছেন এমন নয়, যেদিন গোলমাল হয়, সেদিন তাহিরের বাড়িই ছিল দুষ্কৃতীদের ঘাঁটি ৷ সেখান থেকে পেট্রল বোমা, ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয় মানুষেরা ৷ তেমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর এই অভিযোগের উত্তর দিয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিযুক্ত আপ নেতা তাহির হুসেন ৷ তিনি বলেন, ‘এটি একটি ভুয়ো ভিডিও ৷ আসলে কপিল মিশ্রর মন্তব্যের কারণেই এত হিংসা ছড়িয়েছে ৷ ওঁর কথাতেই পাথর ছোড়া চলেছে, মারামারি হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
আইবি অফিসার খুনে অভিযুক্ত তাহির হুসেনকে দল থেকে বহিষ্কার করলেন কেজরিওয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল