'শাহাজাহান রিজেন্সি'-তে আবার সৃজিতের পরিচালনায় কাজ করলেন স্বস্তিকা। অর্নিবান ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধলেন। এক সময়ে স্বস্তিকার প্রেমিক পরমব্রতও ছিলেন এই ছবিতে। কিন্তু সেই সময় জল্পনা হয়েছিল যে সৃজিত আর স্বস্তিকা আবার প্রেম করছেন। তাঁদের প্রেম নাকি ফিরে এসেছে। তবে এই প্রশ্ন স্বস্তিকাকে করা মাত্রই হেসে ফেললেন, 'আমার সঙ্গে প্রেম করছে আর বেড়াতে যাচ্ছে অন্য নায়িকাকে নিয়ে? তাহলে কী প্রেমটা আমরা শুধু ওই শ্যুটিংয়ের কয়েক দিনই করেছিলাম? জানি না বাবা। আমার তো মনে আপাতত কোনও প্রেম নেই। আর আমি রোবটও নই, যে প্রেম করলাম দু মাস তারপর আবার যাও যেখানে খুশি যে যার মতো। ওই সব আর হয় না। কোনও প্রেম ফেরেনি। ফিরলে জানাবো।' সত্যিই এই অকপট স্বীকারোক্তি কেবল স্বস্তিকাই করতে পারেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2019 6:12 PM IST