TRENDING:

অন্য নায়িকাকে নিয়ে বেড়াতে গেলেন সৃজিত, মুখ ভার স্বস্তিকার!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  সৃজিত মুখোপাধ্যায় আর স্বস্তিকার প্রেম এক সময় বেশ মাখো মাখো ছিল। দুজনকেই এক সঙ্গে দেখা যেত সব জায়গায়। তাঁরা জুটিতে বেড়াতেও যেতেন। সৃজিত বেশ পছন্দ করতেন স্বস্তিকাকে। কিন্তু তারপর দুজনের মনের মিল আর হল না। ভাঙল প্রেম। কিন্তু তাই বলে বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। আসলে স্বস্তিকা মানুষটাই এমন। সে বার বার প্রেমে পড়ে। আবার পাখির মতো সেই প্রেম থেকে বেরিয়েও আসেন। স্বস্তিকার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা বোধহয় কোনও পুরুষের পক্ষেই সম্ভব নয়।
advertisement

'শাহাজাহান রিজেন্সি'-তে আবার সৃজিতের পরিচালনায় কাজ করলেন স্বস্তিকা। অর্নিবান ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধলেন। এক সময়ে স্বস্তিকার প্রেমিক পরমব্রতও ছিলেন এই ছবিতে। কিন্তু সেই সময় জল্পনা হয়েছিল যে সৃজিত আর স্বস্তিকা আবার প্রেম করছেন। তাঁদের প্রেম নাকি ফিরে এসেছে। তবে এই প্রশ্ন স্বস্তিকাকে করা মাত্রই হেসে ফেললেন, 'আমার সঙ্গে প্রেম করছে আর বেড়াতে যাচ্ছে অন্য নায়িকাকে নিয়ে? তাহলে কী প্রেমটা আমরা শুধু ওই শ্যুটিংয়ের কয়েক দিনই করেছিলাম? জানি না বাবা। আমার তো মনে আপাতত কোনও প্রেম নেই। আর আমি রোবটও নই, যে প্রেম করলাম দু মাস তারপর আবার যাও যেখানে খুশি যে যার মতো। ওই সব আর হয় না। কোনও প্রেম ফেরেনি। ফিরলে জানাবো।' সত্যিই এই অকপট স্বীকারোক্তি কেবল স্বস্তিকাই করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
অন্য নায়িকাকে নিয়ে বেড়াতে গেলেন সৃজিত, মুখ ভার স্বস্তিকার!