TRENDING:

ভারত পাক সম্পর্কে নতুন সমীকরণ! পাকিস্তান সফরে সুষমা স্বরাজ

Last Updated:

রবিবার ব্যাঙ্ককে দু’দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের পর এবার দু’দিনের পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী সরতাজ আজিজের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য ইসলামাবাদ রওনা হচ্ছেন সুষমা স্বরাজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবার ব্যাঙ্ককে দু’দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের পর এবার দু’দিনের পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী সরতাজ আজিজের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য ইসলামাবাদ রওনা হচ্ছেন সুষমা স্বরাজ ৷
advertisement

গত ৩০ নভেম্বর প্যারিসের জলবায়ু সম্মেলনে মুখোমুখি হন মোদি ও নওয়াজ শরিফ ৷ সেদিনের সৌজন্যমূলক সাক্ষাৎ থেকেই শুরু ভারত-পাক সম্পর্কে মৈত্রী আবহ ৷ কিন্তু দেশে একের পর এক পাক গুপ্তচরের গ্রেফতারি, অন্যদিকে সীমান্তে অশান্তি৷ এরকম উত্তপ্ত পরিস্থিতিতে বৈঠকের জন্য মুখোমুখি হচ্ছেন ভারত-পাক দুই দেশের বিদেশমন্ত্রীরা ৷

রবিবার ম্যারাথন বৈঠকের পর যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, নিরাপত্তা-সীমান্তে সন্ত্রাসের সঙ্গে কথা হয়েছে কাশ্মীর নিয়েও ৷ এর আগে বরাবর কাশ্মীর ইস্যু তুলে দিল্লিকে বারবার চাপে ফেলতে চেয়েছে ইসলামাবাদ ৷ কিন্তু এদিনের বক্তব্য নিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা থেকেই উঠে আসে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় অস্থিরতা প্রসঙ্গ ৷ এদিনের বৈঠকের পর পাকিস্তানের জঙ্গি যোগের বেশ কিছু প্রমাণ নাসির জানজুয়ার হাতে তুলে দিয়েছে ভারত ৷

advertisement

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন বিদেশ সচিব এস জয়শঙ্করও ৷ সরতাজ আজিজ ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন- ‘সুষমাজির সঙ্গে বৈঠকের জন্য আমি উৎসুক৷ অনের সমস্যার সমাধান শুধুমাত্র আলাপ-আলোচনার মাধ্যমেই হওয়া সম্ভব ৷’ ২০১২-এ প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণার ইসলামাবাদ সফরের তিনবছর পর পাকিস্তানে যাচ্ছেন সুষমা স্বরাজ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ
আরও দেখুন

গুরুদাসপুর হামলা এবং সীমান্তে একের পর এক হামলা সব মিলিয়ে কয়েকমাস আগেও ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছিল ৷ এবার সম্ভবত বদলাতে চলেছে চিত্রটা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত পাক সম্পর্কে নতুন সমীকরণ! পাকিস্তান সফরে সুষমা স্বরাজ