TRENDING:

‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা সুষমার

Last Updated:

মঞ্চ তৈরিই ছিল ৷ তাই সুযোগের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ নাম না করে পাকিস্তানকে বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ ছড়ানো ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য দায়ী করলেন সুষমা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইর্য়ক: মঞ্চ তৈরিই ছিল ৷ তাই সুযোগের সদব্যবহার করে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ নাম না করে পাকিস্তানকে বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ ছড়ানো ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য দায়ী করলেন সুষমা ৷ একই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের সভায় কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে যে তাস খেলেছিলেন নওয়াজ শরিফ তারও কড়া জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী ৷ শরিফের বক্তব্যের কটাক্ষ করে সুষমার মন্তব্য, কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন নওয়াজ ৷ কাশ্মীরে জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান ৷
advertisement

একইসঙ্গে রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীরের বদলা হিসেবে বালুচিস্তান প্রসঙ্গও তুলে আনেন তিনি ৷ বলেন, এখানেই শেষ নয় আলোচনার জন্য পাকিস্তানের শর্ত আরোপকেও আক্রমণ করতে ছাড়েননি সুষমা স্বরাজ ৷ বলেন, ভারত বন্ধুত্বের হাত বাড়ালেও পাকিস্তান সন্ত্রাসই চেয়েছে ৷ তাই তো উরি ক্ষত ৷

কাশ্মীর ইস্যুতে নওয়াজ শরিফকে তীব্র আক্রমণ করে সুষমা বলেন, ‘রাষ্ট্রসংঘে নওয়াজ শরিফ কাশ্মীর প্রসঙ্গ টেনেছেন ৷ কাশ্মীরে জঙ্গিরা পাক মদতে সক্রিয় ৷ শরিফ তাদের ঢাল হয়েছেন ৷ তাদের মদত দিলে ক্ষতি হবে পাকিস্তানের ৷’

advertisement

একইসঙ্গে শরিফের ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পাল্টা হিসেবে ভারতের বিদেশমন্ত্রীর জবাব, ‘কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছোড়া যায় না ৷ বালুচিস্তানে যা হচ্ছে তার জবাব দিক পাকিস্তান ৷’ রাষ্ট্রসংঘকে সুষমা স্বরাজের প্রশ্ন, ‘কেন বালুচিস্তান নিয়ে পাকিস্তানের কাছে জবাব চাওয়া হবে না ৷’

সময় যত এগিয়েছে আরও ধারালো হয়েছে সুষমার বক্তব্য ৷ ১৮ মিনিটের বক্তব্যের বেশিরভাগটাই জুড়ে ছিল পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা ৷ দু’দেশের সমস্যা মেটাতে যখনই এগোতে চেয়েছে শর্ত আরোপ করেছে পাকিস্তান ৷ সেই নিয়ে প্রতিবেশীকে কটাক্ষ করে সুষমার প্রশ্ন,‘ কিসের শর্ত,কিসের অপেক্ষা? শর্ত নয় আমরা বন্ধুত্বের হাতই বাড়িয়েছিলাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাবুল থেকে ফেরার পথে নিজে ইসলামাবাদে গিয়ে আলোচনা করে এসেছিলেন ৷ ভারত বন্ধুত্ব চেয়েছিল। কিন্তু পাকিস্তান দিল উরি-পাঠানকোট।’

advertisement

এরপরই রাষ্ট্রসঙ্ঘের কাছে সন্ত্রাসকে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে একঘরে করার দাবী জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ সুবক্তা ও কৌশলী হিসেবে পরিচিত সুষমার হুঁশিয়ারি, ‘কিছু কিছু দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করতে হবে। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের থাবা ৷ সন্ত্রাসবাদীদের সমর্থন কারা করছে? যারা হিংসা ছড়াচ্ছে তারা কারা? আমার,তোমার করলে চলবে না ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে ৷ নিজস্ব পছন্দ অপছন্দ ভুলতে  হবে ৷আমাদের বাস্তববাদী হতে হবে ৷ ইচ্ছাশক্তি থাকলে লড়া যাবে ৷ যদি কোনও দেশ এই নীতি না মানে ৷ তাদের কোণঠাসা করা উচিত ৷ সন্ত্রাসবাদীদের সাহায্য করছে এমন দেশকে চিহ্নিত করতে হবে ৷ পাকিস্তানের বিরুদ্ধে জলজ্যান্ত প্রমাণ ভারতের কাছে রয়েছে।  পাকিস্তানকে একঘরে করতে হবে। ’

advertisement

সবশেষে আরও একবার কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে ভারতের বিদেশমন্ত্রীর হুঁশিয়ারি, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ পাকিস্তানের স্বপ্ন কোনওদিন পূরণ হবে না ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে এই বলিষ্ঠ বক্তব্যের জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা সুষমার