TRENDING:

‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা সুষমার

Last Updated:

মঞ্চ তৈরিই ছিল ৷ তাই সুযোগের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ নাম না করে পাকিস্তানকে বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ ছড়ানো ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য দায়ী করলেন সুষমা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইর্য়ক: মঞ্চ তৈরিই ছিল ৷ তাই সুযোগের সদব্যবহার করে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ নাম না করে পাকিস্তানকে বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ ছড়ানো ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য দায়ী করলেন সুষমা ৷ একই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের সভায় কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে যে তাস খেলেছিলেন নওয়াজ শরিফ তারও কড়া জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী ৷ শরিফের বক্তব্যের কটাক্ষ করে সুষমার মন্তব্য, কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন নওয়াজ ৷ কাশ্মীরে জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান ৷
advertisement

একইসঙ্গে রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীরের বদলা হিসেবে বালুচিস্তান প্রসঙ্গও তুলে আনেন তিনি ৷ বলেন, এখানেই শেষ নয় আলোচনার জন্য পাকিস্তানের শর্ত আরোপকেও আক্রমণ করতে ছাড়েননি সুষমা স্বরাজ ৷ বলেন, ভারত বন্ধুত্বের হাত বাড়ালেও পাকিস্তান সন্ত্রাসই চেয়েছে ৷ তাই তো উরি ক্ষত ৷

কাশ্মীর ইস্যুতে নওয়াজ শরিফকে তীব্র আক্রমণ করে সুষমা বলেন, ‘রাষ্ট্রসংঘে নওয়াজ শরিফ কাশ্মীর প্রসঙ্গ টেনেছেন ৷ কাশ্মীরে জঙ্গিরা পাক মদতে সক্রিয় ৷ শরিফ তাদের ঢাল হয়েছেন ৷ তাদের মদত দিলে ক্ষতি হবে পাকিস্তানের ৷’

advertisement

একইসঙ্গে শরিফের ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পাল্টা হিসেবে ভারতের বিদেশমন্ত্রীর জবাব, ‘কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছোড়া যায় না ৷ বালুচিস্তানে যা হচ্ছে তার জবাব দিক পাকিস্তান ৷’ রাষ্ট্রসংঘকে সুষমা স্বরাজের প্রশ্ন, ‘কেন বালুচিস্তান নিয়ে পাকিস্তানের কাছে জবাব চাওয়া হবে না ৷’

সময় যত এগিয়েছে আরও ধারালো হয়েছে সুষমার বক্তব্য ৷ ১৮ মিনিটের বক্তব্যের বেশিরভাগটাই জুড়ে ছিল পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা ৷ দু’দেশের সমস্যা মেটাতে যখনই এগোতে চেয়েছে শর্ত আরোপ করেছে পাকিস্তান ৷ সেই নিয়ে প্রতিবেশীকে কটাক্ষ করে সুষমার প্রশ্ন,‘ কিসের শর্ত,কিসের অপেক্ষা? শর্ত নয় আমরা বন্ধুত্বের হাতই বাড়িয়েছিলাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাবুল থেকে ফেরার পথে নিজে ইসলামাবাদে গিয়ে আলোচনা করে এসেছিলেন ৷ ভারত বন্ধুত্ব চেয়েছিল। কিন্তু পাকিস্তান দিল উরি-পাঠানকোট।’

advertisement

এরপরই রাষ্ট্রসঙ্ঘের কাছে সন্ত্রাসকে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে একঘরে করার দাবী জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ সুবক্তা ও কৌশলী হিসেবে পরিচিত সুষমার হুঁশিয়ারি, ‘কিছু কিছু দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করতে হবে। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের থাবা ৷ সন্ত্রাসবাদীদের সমর্থন কারা করছে? যারা হিংসা ছড়াচ্ছে তারা কারা? আমার,তোমার করলে চলবে না ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে ৷ নিজস্ব পছন্দ অপছন্দ ভুলতে  হবে ৷আমাদের বাস্তববাদী হতে হবে ৷ ইচ্ছাশক্তি থাকলে লড়া যাবে ৷ যদি কোনও দেশ এই নীতি না মানে ৷ তাদের কোণঠাসা করা উচিত ৷ সন্ত্রাসবাদীদের সাহায্য করছে এমন দেশকে চিহ্নিত করতে হবে ৷ পাকিস্তানের বিরুদ্ধে জলজ্যান্ত প্রমাণ ভারতের কাছে রয়েছে।  পাকিস্তানকে একঘরে করতে হবে। ’

advertisement

সবশেষে আরও একবার কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে ভারতের বিদেশমন্ত্রীর হুঁশিয়ারি, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ পাকিস্তানের স্বপ্ন কোনওদিন পূরণ হবে না ৷’

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে এই বলিষ্ঠ বক্তব্যের জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা সুষমার