TRENDING:

আজ রাতেই অপারেশন শেষ: সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব

Last Updated:

পাঠানকোট হামলায় শহীদ হয়েছেন সাত জন বীর ভারতীয় সেনা এবং আহত ২০ জন জওয়ান ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি ৷ শহীদদের মধ্যে রয়েছেন এয়ার ফোর্সের বিশেষ বাহিনীর ছ’জন জওয়ান এবং এনএসজি বাহিনীর একজন লেফটেন্যান্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঠানকোট হামলায় শহীদ হয়েছেন সাত জন বীর ভারতীয় সেনা এবং আহত ২০ জন জওয়ান ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি ৷ শহীদদের মধ্যে রয়েছেন এয়ার ফোর্সের বিশেষ বাহিনীর ছ’জন জওয়ান এবং এনএসজি বাহিনীর একজন লেফটেন্যান্ট ৷
advertisement

পাঠানকোটে জঙ্গিদের হামলার পর কেটে গিয়েছে প্রায় ৪০ ঘণ্টা ৷ তারপরেও জঙ্গিমুক্ত নয় পাঠানকোট এয়ারবেস ৷ এদিন বিকেলে পাঠানকোটের পরিস্থিতি সম্পর্কে জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ৷ সেখানে তিনি জানান, ভারতীয় জওয়ানরা বীরত্বের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছে ৷ বিমানঘাঁটির কোনওরকম ক্ষতি হয়নি ৷ সেনার সাজে গুরুদাসপুরের এসপি অপহরণ করেছিল জঙ্গিরা ৷ সামান্য আঘাত পেলেও গুরুদাসপুরে এসপি এখন মুক্ত বলে জানান তিনি ৷ সাংবাদিকদের স্বরাষ্ট্রসচিব বলেন, ‘২ জানুয়ারি ভারতে ঢোকে জঙ্গিরা ৷ সে ব্যাপারে গোয়েন্দারা আগাম সতর্ক করেছিলেন ৷ ’এর জন্যই জঙ্গিদের শুরুতেই আটকানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি ৷  স্বরাষ্ট্র সচিব বৈঠকে এই তথ্যও সম্বন্ধেও অবহিত করেন যে, জীবিত জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে এনএসজি জওয়ানরা ৷ এদিন রাতের মধ্যেও অপারেশন শেষ হয়ে যাবে বলে আশাবাদী রাজীব মহর্ষি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আজ রাতেই অপারেশন শেষ: সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব