সূত্রের খবর, শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট মহারাষ্ট্রে সরকার গড়ছে, নিশ্চিত হতেই অজিত পাওয়ার রাতেই ছোটেন কাকা শরদ পাওয়ারের কাছে৷ ক্ষমা চেয়ে নেন শরদের কাছে৷ সংবাদমাধ্যমকে এ দিন সুপ্রিয়া সুলে বললেন, 'আমার সঙ্গে দাদার (অজিত পাওয়ার) কোনও দিনই দ্বন্দ্ব ছিল না৷ দলে সকলেরই ভূমিকা রয়েছে৷ প্রত্যেকের দায়িত্ব দলকে এগিয়ে নিয়ে যাওয়া৷'
advertisement
মধ্যরাতের একটি ঘটনার পর গত ২৩ নভেম্বর ভোরে হঠাত্ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবীশ ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার৷ এনসিপি যখন শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাত্ এনসিপি নেতা অজিত পাওয়ার শিবির পরিবর্তন করে হাত মিলিয়ে নেন বিজেপি-র সঙ্গে৷ সুপ্রিয়া সুলের সে দিন ট্যুইট ছিল, 'দল এবং পরিবারে বিভাজন৷' হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছিল,'এতটা প্রতারিত বোধ করিনি জীবনে কখনও৷' রবিবার পর্যন্তও এই স্টেটাসই রেখেছিলেন৷ পরে একটি দেবেন্দ্র ফড়নবীশের পুরনো সাক্ষাত্কারও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ তাতে দেবেন্দ্র ফড়নবীশ বলছেন, 'কখনও, কখনও, কখনও এনসিপি-র সঙ্গে গাঁটছড়া বাঁধবেন না৷'
আজই মহারাষ্ট্রে শপথ নিলেন বিধায়করা৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনার জোট জানিয়েছে, মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে৷ দু জন উপমুখ্যমন্ত্রী হবেন, কংগ্রেসের বালাসাহেব থোরাট ও এনসিপির জয়ন্ত পাতিল৷ সকাল ৮টায় কালিদাস কোলাম্বকরের অধীনে শপথ নেবেন বিধায়করা৷