ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই বুধবার বলেছেন যে রাস্তার কুকুদের নিয়ে যে রায় ঘোষণা হয়েছে তা তিনি খতিয়ে দেখবেন। বুধবার পথকুকুর সম্পর্কিত একটি মামলা জরুরি তালিকায় সংযোজনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চে তোলা হয়েছিল। সেখানেই এমন মন্তব্য করতে শোনা গিয়েছে প্রধান বিচারপতিকে।
আরও পড়ুনঃ রাস্তার একদল কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত মহিলার মৃত্যু! সুপ্রিম কোর্টের রায়ের মাঝে প্রকাশ্যে ঘটনা
advertisement
বুধবার আইনজীবী শীর্ষ আদালতে বিষয়টি উল্লেখ করতেই প্রধান বিচারপতি বলেন, ‘‘অন্য একটি বেঞ্চ তো ইতিমধ্যেই পথকুকুর সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে।’’ সোমবার দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানোর যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই নির্দেশের কথাই বলছিলেন প্রধান বিচারপতি। এর পরেই তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।
রাস্তার কুকুরদের ধরে ধরে রাস্তা থেকে তুলে নেওয়ার খবর অনলাইনে তীব্র বিতর্কের সূত্রপাত করেছে এবং তা জনগণকে দুটি ভাগে বিভক্ত করেছে। এক পক্ষ দৃঢ়ভাবে মনে করে যে রাস্তার কুকুরদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা একটি নিষ্ঠুর কাজ হবে, কারণ বেশ কিছু মানুষও রাস্তায় বাস করে এবং সমাজ অনেক সময়ে তাদের যত্ন নেয়, সেখানে প্রচুর সংখ্যক বেওয়ারিশ কুকুর বাস করলে অসুবিধার কিছু নেই। বরং, আশ্রয়কেন্দ্রে খাঁচায় আটকে রাখা অবহেলা এবং পশু নিষ্ঠুরতার দিকে তাদের জীবন পরিচালিত করবে। অন্যপক্ষ খোলা হাতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, তাঁরা বলেছে যে রাস্তাগুলি কেবল শিশুদের জন্যই নয়, বরং সকালে হাঁটতে জন্য বের হওয়া বয়স্ক নাগরিক এবং দেরিতে বাড়ি ফিরে আসা শ্রমিকদের জন্যও অনিরাপদ।