TRENDING:

Supreme Court: এবার ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি? E20 পেট্রোলে কি সত‍্যিই ক্ষতি হবে গাড়ির?

Last Updated:

Supreme Court: কেন্দ্রের এই সিদ্ধান্ত চ‍্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অক্ষয় মালহোত্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: E20 পেট্রোল বা ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল ব‍্যবহারের কাজ শুরু করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত চ‍্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অক্ষয় মালহোত্রা। আদালত সূত্রে খবর, আগামী ১ সেপ্টেম্বর সেই জনস্বার্থ মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি (সিজিআই) বি.আর গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়া একটি বেঞ্চ এই মামলা শুনবেন।
এবার E20 পেট্রোল ট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি?
এবার E20 পেট্রোল ট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি?
advertisement

প্রসঙ্গত, পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো বা E20 পেট্রোলের খবর ঘোষণার পর থেকেই অনেকেই এই পেট্রোল নিয়ে চিন্তায় রয়েছেন। প্রচুর যানবাহন এমনভাবে ডিজাইন করাই নয় যা ২০ শতাংশ মিশ্রিত পেট্রোল নিয়ে চলতে পারে। আইনজীবী অক্ষয় মালহোত্রা তাঁর জনস্বার্থ মামলায় এ বিষয় নিয়েই অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন: প্রেশার কুকারে ঘি! সময় লাগবে ঠিক ১০ মিনিট…নাড়ানাড়ির ঝামেলা নেই, চটজলদি বানিয়ে ফেলুন ১০০% খাঁটি, দেশী ঘি, শিখে নিন সহজ রেসিপি

advertisement

তাঁর আবেদন অনুযায়ী, লক্ষ লক্ষ দৈনন্দিন মোটরচালক পাম্পে অসহায় হয়ে পড়েছেন। তাঁদের যানবাহনের জন‍্য অনুপযোগী জ্বালানি কিনতে বাধ্য করা হয়েছে। সমস্ত পেট্রোল পাম্পে ইথানল-মুক্ত (E0) পেট্রোলের প্রাপ্যতা নিশ্চিত করার জন‍্য পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে।

আরও পড়ুন: কালো গর্ত, প্রবল যন্ত্রণা! দাঁতে পোকার সমস‍্যায় জেরবার? মিষ্টি খেলেই নয়, কোন ভিটামিনের অভাবে দাঁতে পোকা লাগে জানেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, E20 পেট্রোল নিয়ে বেশিরভাগ পেট্রোল যানবাহন ব‍্যবহারকারীই বর্তমানে চিন্তায়। অনেকেই দাবি করছেন, এই পেট্রোল গাড়ি ও বাইকের মাইলেজ কমিয়ে দেবে। এমনকী ইঞ্জেনের বিভিন্ন যন্ত্রাংশে জং ধরার মতো সমস্যাও দেখা দেবে। কিন্তু কেন এই পেট্রোল চালু করেছে সরকার? অন্য দেশ থেকে আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমানো, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং কৃষকদের থেকে উৎপাদিত আখ, ভুট্টার ব্যবহার বাড়ানো এই পরিকল্পনার উদ্দেশ্য।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: এবার ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি? E20 পেট্রোলে কি সত‍্যিই ক্ষতি হবে গাড়ির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল