প্রসঙ্গত, পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো বা E20 পেট্রোলের খবর ঘোষণার পর থেকেই অনেকেই এই পেট্রোল নিয়ে চিন্তায় রয়েছেন। প্রচুর যানবাহন এমনভাবে ডিজাইন করাই নয় যা ২০ শতাংশ মিশ্রিত পেট্রোল নিয়ে চলতে পারে। আইনজীবী অক্ষয় মালহোত্রা তাঁর জনস্বার্থ মামলায় এ বিষয় নিয়েই অভিযোগ জানিয়েছেন।
advertisement
তাঁর আবেদন অনুযায়ী, লক্ষ লক্ষ দৈনন্দিন মোটরচালক পাম্পে অসহায় হয়ে পড়েছেন। তাঁদের যানবাহনের জন্য অনুপযোগী জ্বালানি কিনতে বাধ্য করা হয়েছে। সমস্ত পেট্রোল পাম্পে ইথানল-মুক্ত (E0) পেট্রোলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে।
প্রসঙ্গত, E20 পেট্রোল নিয়ে বেশিরভাগ পেট্রোল যানবাহন ব্যবহারকারীই বর্তমানে চিন্তায়। অনেকেই দাবি করছেন, এই পেট্রোল গাড়ি ও বাইকের মাইলেজ কমিয়ে দেবে। এমনকী ইঞ্জেনের বিভিন্ন যন্ত্রাংশে জং ধরার মতো সমস্যাও দেখা দেবে। কিন্তু কেন এই পেট্রোল চালু করেছে সরকার? অন্য দেশ থেকে আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমানো, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং কৃষকদের থেকে উৎপাদিত আখ, ভুট্টার ব্যবহার বাড়ানো এই পরিকল্পনার উদ্দেশ্য।