প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বুদাপেস্ট, বুচারেস্ট থেকে বিমান চালু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও উদ্ধার কাজে গতি আনতে ভারতীয় বায়ু সেনাকেও কাজে লাগানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৭ হাজারের বেশি ভারতীয় ইউক্রেন (Crisis In Ukraine) ছেড়েছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এখনও পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি পড়ুয়া কে ফেরানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ বৈঠকে বসছে বিদেশ মন্ত্রক এর কমিটি। সেখানে বিদেশ মন্ত্রী ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো নিয়ে বিবৃতি দেবেন বলে সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: পুরভোটের ফলের পরই একটা ছোট্ট ট্যুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট! তাহলে কি...
পরশুর পর গত কাল এক ভারতীয়ের মৃত্যুর খবর জানিয়েছে বিদেশ মন্ত্রক। তাঁর নাম চন্দন জিন্দাল। তিনি সপরিবারে ইউক্রেনে থাকতেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ট্রেনের চাকায় ওটা কী আটকে? মানুষের পা নাকি? হাড়হিম ঘটনা হাড়োয়ায়! বন্ধ হয়ে গেল ট্রেন
ইউক্রেনের (Crisis In Ukraine) প্রতিবেশী চার দেশে চার জন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো হয়েছে। প্রতিদিন বিমান দিল্লি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন কেন্দ্রের কোনও না কোনও মন্ত্রী। কখনও স্মৃতি ইরানি, কখনও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কখনও জিতেন্দ্র সিং এর পড়ুয়াদের সঙ্গে কথোপথনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, যেখানে এখনও পর্যন্ত বহু পড়ুয়া আটকে রয়েছেন, সীমান্তে পৌঁছাতে পারছেন না, সেখানে কয়েকজন পড়ুয়াকে দেশে ফিরিয়ে সেটাকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। এদিকে, সীমান্তে যাওয়ার ট্রেন বা বাসে পর্যন্ত ভারতীয়দের উঠতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগও জানিয়েছেন সেখানকার ভারতীয় পড়ুয়ারা। আজ বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফেরানোর দাবি জানান পাঞ্জাবের ৬ জন কংগ্রেস সাংসদ। বিশেষ করে খারকিভে আটকে পড়া পড়ুয়াদের দ্রুত ফেরানোর দাবি জানান তিনি।
RAJIB CHAKRABORTY