TRENDING:

এ বার যে কোনও মুহূর্তে চিদম্বরমকে গ্রেফতার করতে পারে ইডি, আগাম জামিন খারিজ সুপ্রিম কোর্টে

Last Updated:

চিদম্বরমের আগাম জামিনের আর্জির বিরোধিতা করে ইডি৷ শীর্ষ আদালত এ দিন শুনানিতে জানায়, চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে৷ এই ক্ষেত্রে তাঁকে আগাম জামিন মঞ্জুর করাটা ব্যতিক্রমী হয়ে যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইএনএক্স দুর্নীতি মামলায় আরও বিপাকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ যার নির্যাস, যে কোনও মুহূর্তে চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
advertisement

চিদম্বরমের আগাম জামিনের আর্জির বিরোধিতা করে ইডি৷ শীর্ষ আদালত এ দিন শুনানিতে জানায়, চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে৷ এই ক্ষেত্রে তাঁকে আগাম জামিন মঞ্জুর করাটা ব্যতিক্রমী হয়ে যাবে৷ আদালত বলে, 'আগাম জামিন মঞ্জুর করার মতো জায়গায় নেই মামলাটি৷ তদন্তকারী সংস্থাকে তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দিতেই হবে৷ এই পরিস্থিতিতে চিদম্বরমের আগাম জামিন মঞ্জুর করা মানে তদন্তের গতিকে থামিয়ে দেওয়া৷ অভিযুক্ত সে ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতে সাধারণ জামিনের আর্জি জানাতে পারেন৷'

advertisement

আদালতের রায়ে আজ অর্থাত্‍ বৃহস্পতিবার পর্যন্তই সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদম্বরম৷ প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি-ও৷ সুপ্রিম কোর্টে আগাম জামিন খারিজে এ বার চিদম্বরমকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা রইল না ইডি-র৷

২০০৭ সালের ঘটনা৷ পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় INX মিডিয়া গ্রুপ খোলে৷ একটি সংবাদমাধ্যম সংস্থা৷ INX মিডিয়া মামলায় চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন, INX মিডিয়া কর্তৃপক্ষ বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০৫ কোটি টাকা পেয়েছিল। অনুমতি দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। অভিযোগ, ওতো টাকার অনুমোদন আসলে ছিল না ওই সংস্থার৷ অভিযোগ, বিদেশি লগ্নি পাইয়ে দিতে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম ১০ লক্ষ নিয়েছিলেন৷ ওই সময় চিদম্বরমের সঙ্গে বৈঠকও হয়েছিল ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও পিটার মুখোপাধ্যায়ের। ২০০৭ থেকে ২০০৮-এর মধ্যে ৮০০ টাকা দরে শেয়ার বিক্রি করে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০৫ কোটি টাকার বেশি আদায় করে আইএনএক্স মিডিয়া৷

advertisement

আরও ভিডিও: যে নাটকীয় ভাবে চিদম্বরমকে গ্রেফতার করেছিল সিবিআই, দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
এ বার যে কোনও মুহূর্তে চিদম্বরমকে গ্রেফতার করতে পারে ইডি, আগাম জামিন খারিজ সুপ্রিম কোর্টে