সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, PM Cares ফান্ড হল Covid-19 অতিমারির সঙ্গে লড়াইয়ের সঙ্গে তৈরি হওয়া তহবিল৷ যেখানে দেশের মানুষ স্বেচ্ছায় অর্থ দান করতে পারেন৷ অন্যদিকে NDRF হল সংবিধিবদ্ধ ভাবে তৈরি একটি তহবিল, যার সঙ্গে PM Cares ফান্ডের কোনও সম্পর্ক নেই৷ মানুষ দু’টি তহবিলেই পৃথকভাবে দান করতে পারেন৷
advertisement
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থাকতেও আলাদা করে কেন PM Cares তহবিল তৈরি করতে হল, তা নিয়ে শুরুর সময়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। পরবর্তীকালে ওই তহবিলে কে কত টাকা দান করেছেন, সেই টাকা কোন খাতে কত খরচ হয়েছে, তার হিসাব প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। কিন্তু তাতে কান দেয়নি মোদি সরকার। ফলে সুপ্রিম কোর্টের এ দিনের রায়ে বড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার৷
গত ২৮ মার্চ Covid-19 এর মতো জরুরি পরিস্থিতির সঙ্গে যুঝতে PM Cares ফান্ড তৈরি করে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, করোনা মোকাবিলায় যাবতীয় খরচ ওই তহবিল থেকেই করা হবে৷ পিএম কেয়ার্স ফান্ডে স্বেচ্ছায় দান করতে পারে দেশবাসী৷
NDRF-এর অডিট করে CAG৷ কিন্তু পিএম কেয়ার্স-এর ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নেয়, এই তহবিলের অডিট করবে বেসরকারি অডিটর সংস্থা৷