পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই নয়া নিয়ম ৷ অর্থাৎ প্যানের সঙ্গে যুক্ত হতে চলেছে আধার ৷ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বার পেতেও দরকার আধার ৷ এরপর থেকেই আধার কার্ডকে বাধ্যতামূলক করা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ৷ কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়র করা হয় মামলা ৷
শুক্রবার এই মামলার রায় দেয় শীর্ষ আদালত ৷ জানিয়ে দেয় যাদের কাছে আধার কার্ড ও প্যান কার্ড দুটোই রয়েছে তাদের আইটি রিটার্ন দেওয়ার সময় জানাতে হবে ৷ আধার কার্ড থাকিন্তু যাদের কাছে আধার নেই তাদের ক্ষেত্রে প্যান কার্ডকে মান্যতা দেওয়া হবে ৷ সুপ্রিম কোর্ট জানায় যে কেন্দ্রকে আধার কার্ডের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে যাতে তথ্য লিক না হয়ে যায় ৷ পাশাপাশি জাল প্যান কার্ড তৈরি আটকানোর জন্যেও পদক্ষেপ নিতে হবে ৷
advertisement
এদিন শীর্ষ আদালত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ স্থগিত রাখল ৷ ইনকাম ট্যাক্স অ্যাক্ট,১৯৬১-এ সংশোধন ঘটিয়ে আধার নম্বরকে এবার আয়কর ফাইলের সঙ্গেও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ জাল প্যান কার্ড আটকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছিল কেন্দ্র ৷
এর আগে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি সু্প্রমি কোর্টে জানিয়েছিলেন, আধারকে বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য দুর্নীতি আটকানো ৷ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা অনেক সময় একই ব্যক্তি বিভিন্ন নামে নিয়ে থাকেন ৷ সেটা আটকানোর জন্য এই প্রকল্পগুলির জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ হয়।