নয়াদিল্লি: ভরা এজলাসে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল। কিন্তু গোটা ঘটনায় তিনি একটুও অনুতপ্ত নন বলেই জানিয়েছেন। ওই আইনজীবীর দাবি, “এটা আমি করিনি। ঈশ্বর করেছেন।”
advertisement
যদিও জুতো ছোড়ার ঘটনায় ওই আইনজীবীকে শুধু সাসপেন্ড করাই নয়, তাঁর এন্ট্রি কার্ডও বাতিল করা হয়েছে। স্বাভাবিক ভাবেই সুপ্রিম কোর্টে তাঁর ঢোকার উপরেও নিষেধাজ্ঞা আরোপিত হল। এমনটাই বলছে আইনজীবী মহল।
প্রসঙ্গত, সোমবার সকালে সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে শুনানি চলছিল প্রধান বিচারপতি গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই সময় এক আইনজীবী প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন। ওই ব্যক্তিকে ধরে এজলাসের বাইরে নিয়ে যাওয়া হয়।
পিটিআই সূত্রে খবর, তাঁকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি বলছিলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।” সোমবার সকালের ওই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত আইনজীবী রাকেশের ওকালতির লাইসেন্স নিলম্বিত করে দেয় বার কাউন্সিল। এবার তাঁর সুপ্রিম কোর্টে ঢোকাও প্রায় বন্ধ হয়ে গেল।