TRENDING:

Bangladeshi Issue: ‘সিস্টেম্যাটিক অনুপ্রবেশ চলছে বাংলায়..,’ সুপ্রিম কোর্টে ভয়ানক দাবি কেন্দ্রের, তোলা হল রোহিঙ্গা মামলার সঙ্গে জুড়ে দেওয়া দাবি

Last Updated:

তুষার মেহতার দাবি, এতে সীমান্তসবর্তী অঞ্চলে জনবিন্যাস (ডেমোগ্র্যাফি) বদলে যাচ্ছে। এজেন্টরা সাহায‍্য করছে অনুপ্রবেশকারীদের ঢুকতে। তাঁদের নথিও বানিয়ে দিচ্ছে। ⁠এটা দেশের জাতীয় স্বার্থের বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সোনালি বিবি মামলার শুনানি চলাকালীন বাংলার অনুপ্রবেশ নিয়ে ভয়ঙ্কর অভিযোগ তুললেন কেন্দ্রীয় সরকারপক্ষের আইনজীবী তুষার মেহতা৷ শীর্ষ আদালতে তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ‘সংগঠিত অনুপ্রবেশ চলছে’ (সিস্টেম্যাটিক ইনফিলট্রেশন) এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলে ‘এজেন্ট’রাও ভীষণ ভাবে সক্রিয়৷ তুষার মেহতার দাবি, বাংলাদেশি সন্দেহে ধৃত, অনুপ্রবেশের অভিযোগ সংক্রান্ত মামলার সঙ্গে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক৷

advertisement

শুক্রবার বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি সন্দেহে আটক করার মামলা সংক্রান্ত শুনানি চলছিল সুপ্রিম কোর্টে৷ সেই শুনানি চলাকালীনই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘আমার একটা অনুরোধ আছে৷ এই মামলার শুনানি কি রোহিঙ্গা মামলার সঙ্গে করা যায়? আমরা এবিষয়ে একটি নথিও জমা দিয়েছি৷ ওখানে একটা সংগঠিত র‍্যাকেট চলছে৷ রোহিঙ্গাদের নিয়েই৷ বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকজনও এই ভাবেই ঢুকে পড়ছে৷’’

advertisement

আরও পড়ুন :বাংলা বলে, তাই পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে!…পশ্চিমবঙ্গের শ্রমিক নিয়ে কেন্দ্রকে নোটিস, নাগরিকত্ব নিশ্চিত করার নির্দেশ নিম্ন আদালতকে

তুষার মেহতার দাবি, এতে সীমান্তসবর্তী অঞ্চলে জনবিন্যাস (ডেমোগ্র্যাফি) বদলে যাচ্ছে। এজেন্টরা সাহায‍্য করছে অনুপ্রবেশকারীদের ঢুকতে। তাঁদের নথিও বানিয়ে দিচ্ছে। এটা দেশের জাতীয় স্বার্থের বিষয়।

advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ প্রশ্ন করে, কেন্দ্রীয় সরকার কি সত্যি সত্যিই ভাষা দেখে মানুষকে আটক করছে কি না৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা তখন জানান, না শুধুমাত্র ভাষা উপরে ভিত্তি করে আটক করা হচ্ছে না৷

আরও পড়ুন :‘আমেরিকার মতো ডিপোর্ট করছেন?..,’ অনুপ্রবেশকারী নিয়ে কেন্দ্রকে কড়া প্রশ্ন! বাংলা-বাংলাদেশি সমস্যা..কী পদ্ধতি মেনে দেশে ফেরত?

advertisement

বেঞ্চ জানায়, ‘‘এক্ষেত্রে, ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এক, দেশের নিরাপত্তা এবং একতার বিষয়, আর অন্যটা হল, পঞ্জাব এবং পশ্চিমবঙ্গের ঐতিহাসির ঐতিহ্যের বিষয়৷ এখানে ভাষা এক, কিন্তু, রয়েছে সীমান্তের ভেদ৷ আমরা চাই, এ নিয়ে আপনাদের (কেন্দ্রের) অবস্থান আপনারা স্পষ্ট করুন৷’’

অনুপ্রবেশের সমস্যাকে খুবই জটিল ইস‍্যু, অর্থাৎ সিরিয়াস ইন্টারন্যাশনাল কনসার্ন বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bangladeshi Issue: ‘সিস্টেম্যাটিক অনুপ্রবেশ চলছে বাংলায়..,’ সুপ্রিম কোর্টে ভয়ানক দাবি কেন্দ্রের, তোলা হল রোহিঙ্গা মামলার সঙ্গে জুড়ে দেওয়া দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল