TRENDING:

Packaged Food: 'আপনাদের নাতি-নাতনি আছে?' প্যাকেটজাত খাবার নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ! সময় ৩ মাস

Last Updated:

Packaged Food: শুনানির সময়, বিচারপতি জে বি পার্দিওয়ালা বলেন, "আপনাদের কি নাতি-নাতনি আছে? পিটিশনের আদেশ আসুক।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে প্যাকেজড খাদ্য সামগ্রীর কন্টেইনারে মূল তথ্য প্রদর্শন বাধ্যতামূলক করার জন্য খাদ্য নিরাপত্তা মান বাস্তবায়নের জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রকে খাদ্য নিরাপত্তা এবং মান (লেবেলিং এবং প্রদর্শন) বিধি, ২০২০-এ সংশোধনগুলি তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
advertisement

শুনানির সময়, বিচারপতি জে বি পার্দিওয়ালা বলেন, “আপনাদের কি নাতি-নাতনি আছে? পিটিশনের আদেশ আসুক। জানাতে হবে, কুরকুরে এবং ম্যাগি কী এবং তাদের মোড়ক কেমন হওয়া উচিত। প্যাকেটগুলিতে কোনও তথ্য নেই।”

আরও পড়ুন: এ বলে আমায় দেখ, ও বলে আমায়! কেস জেতা হাতের মোয়া, জানেন ভারতের সবচেয়ে দামি উকিল কে? কত টাকা নেন? শুনে চমকে যাবেন ১০০% গ্যারান্টি

advertisement

শুনানির সময়, কেন্দ্র আদালতের দৃষ্টি আকর্ষণ করে খাদ্য নিরাপত্তা এবং মান কর্তৃপক্ষের (FSSAI) দাখিল করা হলফনামার দিকে। তাতে বলা হয়েছে, কর্তৃপক্ষ নতুন নিয়মাবলীর উপর ১৪,০০০টি মতামত পেয়েছে এবং বিধি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। আদালত কেন্দ্রের জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করে পিআইএল নিষ্পত্তি করেছে। পিআইএল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে ফ্রন্ট অফ প্যাকেজ ওয়ার্নিং লেবেল বাধ্যতামূলক করার নির্দেশ চেয়েছিল।

advertisement

জুন ২০২৪-এ, FSSAI একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে প্যাকেজড খাদ্য সামগ্রীর লেবেলে মোট চিনি, লবণ এবং সম্পৃক্ত চর্বি সহ পুষ্টিগত তথ্য বড় অক্ষরে এবং বিশিষ্ট ফন্ট সাইজে প্রদর্শন করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সংশোধনীর লক্ষ্য হল ভোক্তাদের তাদের গ্রহণ করা পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে আরও ভালভাবে বোঝার ক্ষমতা প্রদান করা। এর পরে, খসড়া বিজ্ঞপ্তিটি পরামর্শ এবং আপত্তির জন্য জনসাধারণের ডোমেনে রাখা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Packaged Food: 'আপনাদের নাতি-নাতনি আছে?' প্যাকেটজাত খাবার নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ! সময় ৩ মাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল