TRENDING:

ধর্ষিতার নাম প্রকাশ করা যাবে না, মৃত্যুর পরেও না: সুপ্রিম কোর্ট

Last Updated:

ধর্ষিতার নাম ও পরিচয় সোশ্যাল মিডিয়াতেও কেউ পোস্ট করতে পারবেন না৷ যদি এই নির্দেশ লঙ্ঘন করে কেউ ধর্ষিতার নাম প্রকাশ করে, তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ধর্ষিতার নাম প্রকাশ করা যাবে না৷ এমনকী ধর্ষিতার মৃত্যুর পরেও নাম গোপনই রাখতে হবে৷ মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়েছে, ধর্ষিতার মা-বাবাও যদি নাম প্রকাশে সম্মত হন, তা হলেও পরিচয় প্রকাশ করা
advertisement

যাবে না৷

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 'আমাদের সমাজে কোনও মেয়ে যৌন নিগ্রহের শিকার হওয়ার পরেও নানা ভাবে হেনস্থার শিকার হয়। তাঁকে সামাজিক ভাবে বয়কট করা হয়। যদি সেই মেয়ের পরিবার সম্মতি দেন, তা হলেও পুলিশ বা ফরেনসিক  বিশেষজ্ঞরা তার নাম প্রকাশ করতে পারবেন না।'

ধর্ষিতার নাম ও পরিচয় সোশ্যাল মিডিয়াতেও কেউ পোস্ট করতে পারবেন না৷ যদি এই নির্দেশ লঙ্ঘন করে কেউ ধর্ষিতার নাম প্রকাশ করে, তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ ধর্ষণের সংবাদ প্রকাশের ক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশ, ধর্ষণ বা যৌন নিগ্রহের খবরে ধর্ষিতার নাম কোনও ভাবেই উল্লেখ করা যাবে না৷ এবং ধর্ষিতার সাক্ষাত্‍‌কার নেওয়ার ক্ষেত্রেও সংবাদমাধ্যমের সংযত হওয়া উচিত বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে সর্বোচ্চ আদালতের বিচারপতি জানিয়েছেন, 'একমাত্র বৃহত্তর জনস্বার্থে একজন বিচারকই সিদ্ধান্ত নিতে পারবেন, ধর্ষিতার নাম প্রকাশ করা হবে কিনা৷'

বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষিতার নাম প্রকাশ করা যাবে না, মৃত্যুর পরেও না: সুপ্রিম কোর্ট