TRENDING:

Noida Twin Towers: তাসের ঘরের মতো ভেঙে পড়বে নয়ডার বহুতল, রাজধানীর উপকণ্ঠে বদলে গেল ট্র্যাফিক নির্দেশিকাও

Last Updated:

Noida Twin Towers:Noida Twin Tower: ডিসিপি রাজেশ এস জানিয়েছেন, ভাঙার কাজ শেষ হওয়ার আধঘণ্টা পরে এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হবে৷ ট্র্যাফিক বিশেষজ্ঞরা সমস্ত যানজট পয়েন্ট পর্যবেক্ষণ করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়ডা: খানিকটা যেন সিনেমার মতো৷ বাস্তবিকই আকাশ ছুঁয়েছিল নয়ডার ট্যুইন টাওয়ার৷ আর শেষ হতে সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড৷ তারপরে শুধুই ধুলো আর বালি৷ দেশের ইতিহাসে এর আগে এত উঁচু বাড়ি ভেঙে ফেলার ছবি দেখা যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার ‘টুইন টাওয়ার’ ভেঙে ফেলা হচ্ছে। সময় দুপুর আড়াইটে৷ রবিবার ছুটির দিন, তবু যানবাহনের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটা ভেবে রেখেছে প্রশাসন৷ আজ বন্ধ থাকবে বেশ কয়েকটি রাস্তা৷ একনজরে দেখে নিন সেগুলি কী কী৷
Morning visuals of Supertech Twin Towers in Sector 93A, Noida, which will be demolished on Sunday 2:30pm. (Photo: ANI)
Morning visuals of Supertech Twin Towers in Sector 93A, Noida, which will be demolished on Sunday 2:30pm. (Photo: ANI)
advertisement

-এটিএস তিরাহা থেকে গেঝা ফল / সবজি বাজার তিরাহা যাওয়ার রুট

- এলডেকো চক থেকে সেক্টর 108 পর্যন্ত ডাবল রোড এবং সার্ভিস রোড

-শ্রমিক কুঞ্জ চক থেকে সেক্টর 92 রতিরাম চক পর্যন্ত ডবল রুট

-শ্রমিক কুঞ্জ চক থেকে সেক্টর 132 ফরিদাবাদ ফ্লাইওভার পর্যন্ত রাস্তা

-সেক্টর 128 থেকে শ্রমিক কুঞ্জ চক ফরিদাবাদ ফ্লাইওভারের দিকে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে যাবে দুপুর ২.১৫-এ।

advertisement

আরও পড়ুন- বিস্ফোরণে গুঁড়িয়ে যাবে টুইন টাওয়ার, মধ্যরাতে নয়ডায় শেষ সেলফি তোলার ধুম মানুষের

ডিসিপি রাজেশ এস জানিয়েছেন, ভাঙার কাজ শেষ হওয়ার আধঘণ্টা পরে এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হবে৷ ট্র্যাফিক বিশেষজ্ঞরা সমস্ত যানজট পয়েন্ট পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন- ৯ সেকেন্ডে গুঁড়িয়ে যাবে নয়ডার টুইন টাওয়ার! মাত্র ১২ মিনিটেই থিতিয়ে যাবে ধুলো!

advertisement

বিশাল দুই ভবন গুঁড়িয়ে যাওয়ার সময় ভিত আলগা হয়ে সামান্য কম্পন সৃষ্টি করবে, রিখটার স্কেল অনুযায়ী যা একটি সাধারণ ভূমিকম্পের এক তৃতীয়াংশের সঙ্গে তুলনীয়। জানিয়েছেন এডিফিস ইঞ্জিনিয়ারিংয়ের উৎকর্ষ মেহতা। এডিফিস ইঞ্জিনিয়ারিং টুইন টাওয়ার গুঁড়িয়ে ফেলতে দক্ষিণ আফ্রিকার জেট ডেমোলিশনের সঙ্গে একটি চুক্তি করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

“দিল্লি এনসিআর সিসমিক জোন ৪-৫-এর মধ্যে পড়ে। এর মানে হল, বেশিরভাগ বিল্ডিংগুলিকেই হাই ফ্রিকোয়েন্সি ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম হিসেবেই তৈরি করা হয়েছে। আজকের বিস্ফোরণ থেকে নির্গত কম্পন যে কোনও ছোটো ভূমিকম্পের চেয়েও হালকা হবে,” বলেন উৎকর্ষ মেহতা। বিস্ফোরণের পরে যদি কিছু হয়েও থাকে তা খুবই সামান্য ক্ষয়ক্ষতি। কিছু জানালার ফাটল দেখা দিতে পারে যা দ্রুত মেরামত করবে এডিফিস ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা। যখন টুইন টাওয়ারগুলি ধসে পড়বে, অ্যাপেক্স টাওয়ারের আনুমানিক ৪১,৭২০ টন ওজনের ধংসাবশেষ আর সিয়ানের প্রায় ১৮,১৫০ টনের ধ্বংসাবশেষ মাটিতে গুঁড়িয়ে পড়বে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Noida Twin Towers: তাসের ঘরের মতো ভেঙে পড়বে নয়ডার বহুতল, রাজধানীর উপকণ্ঠে বদলে গেল ট্র্যাফিক নির্দেশিকাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল