TRENDING:

Sunita Williams: 'চাঁদে যাওয়ার ইচ্ছে থাকলেও তরুণ প্রজন্মের জন্য তা ছেড়ে দিয়ে দিতে চাই', এক্সক্লুসিভ সুনীতা উইলিয়ামস

Last Updated:

Sunita Williams: নাসার প্রাক্তন নভোচারী সুনীতা উইলিয়ামস বর্তমানে ভারতে সফররত। সম্প্রতি মহাকাশ সংস্থা নাসা থেকে অবসর নেওয়ার পর তিনি বলেন, তাঁর চাঁদে যাওয়ার ইচ্ছে থাকলেও সেই সুযোগ তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাসার প্রাক্তন নভোচারী সুনীতা উইলিয়ামস বর্তমানে ভারতে সফররত। সম্প্রতি মহাকাশ সংস্থা নাসা থেকে অবসর নেওয়ার পর তিনি বলেন, তাঁর চাঁদে যাওয়ার ইচ্ছে থাকলেও সেই সুযোগ তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চান। তাঁর মতে, মহাকাশ গবেষণার ভবিষ্যৎ তরুণদের হাতেই থাকা উচিত।
News18
News18
advertisement

৬০ বছর বয়সী সুনীতা উইলিয়ামস আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে মহাকাশ গবেষণায় কাজ করবে। তিনি বলেন,“আমি আশা করি যুক্তরাষ্ট্র ও ভারত মহাকাশে একসঙ্গে কাজ করবে। আমি নিজে চাঁদে যেতে খুবই চাইতাম, কিন্তু এই সুযোগটা নতুন প্রজন্মের জন্য ছেড়ে দিতে চাই। মহাকাশে তরুণদের জন্য অসংখ্য সুযোগ রয়েছে—তাদের আরও অনুসন্ধান করা উচিত এবং বেশি করে অংশ নেওয়া উচিত।”

advertisement

ভারতে ফিরে এসে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে উইলিয়ামস বলেন, পৃথিবীতে ফেরাটা তাঁর কাছে স্বস্তির ছিল। দীর্ঘ সময় মহাকাশে থাকার পর শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। তিনি জানান, মহাকাশ থেকে ফেরার পর পরিবারকে নিয়ে ছুটিতে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। পুরো সময়জুড়ে তাঁর পরিবার তাঁকে সমর্থন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

advertisement

উল্লেখযোগ্যভাবে, একটি আট দিনের মিশন চলাকালীন বোয়িং স্টারলাইনার মহাকাশযানের যান্ত্রিক সমস্যার কারণে সুনীতা উইলিয়ামসকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) নয় মাসেরও বেশি সময় থাকতে হয়েছিল। ২৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি আইএসএস-এ তিনটি মিশন সম্পন্ন করেন এবং মানব মহাকাশযাত্রায় একাধিক রেকর্ড গড়েন।

আরও পড়ুনঃ Abhishek Sharma: বিধ্বংসী ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, পেছনে ফেললেন একের পর এক তারকাদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দস্যু দলপতির নামে গড়বাড়ি! নারায়ণগড়ের বিনয়গড়ে ইতিহাসের বিস্ময়কর সাক্ষী
আরও দেখুন

নাসা জানায়, সুনীতা উইলিয়ামস মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়েছেন, যা নাসার কোনো নভোচারীর ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ। নাসা তাঁকে ‘মানব মহাকাশযাত্রার পথপ্রদর্শক’ হিসেবে আখ্যা দিয়েছে। গুজরাতি বংশোদ্ভূত এই নভোচারীর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ গবেষণায় অনুপ্রাণিত করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sunita Williams: 'চাঁদে যাওয়ার ইচ্ছে থাকলেও তরুণ প্রজন্মের জন্য তা ছেড়ে দিয়ে দিতে চাই', এক্সক্লুসিভ সুনীতা উইলিয়ামস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল