TRENDING:

শনিবার বিকেলে শপথ অনুষ্ঠান! মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পওয়ার! এনসিপি প্রধানও তিনিই

Last Updated:

মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান হতে চলেছেন সুনেত্রা পওয়ার। অজিত পওয়ারের মৃত্যুর পর দুই গোষ্ঠীর একত্রীকরণের সম্ভাবনা জোরালো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পওয়ার—এমনই ইঙ্গিত মিলছে এনসিপি সূত্রে। শনিবার বিকেল ৫টায় শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব। একই সঙ্গে তিনি এনসিপির প্রধানের দায়িত্বও নিতে চলেছেন বলে খবর। রাজভবনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্যপদ পূরণ নিয়েই চলছিল জল্পনা। এর মধ্যেই দলীয় সূত্রে জানা যায়, অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।
মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পওয়ার! এনসিপি প্রধানও তিনিই, শনিবার বিকেলে শপথ অনুষ্ঠান!
মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পওয়ার! এনসিপি প্রধানও তিনিই, শনিবার বিকেলে শপথ অনুষ্ঠান!
advertisement

এই ঘটনার সঙ্গে সঙ্গেই এনসিপির দুই গোষ্ঠী—অজিত পাওয়ার ও শরদ পাওয়ার শিবির—একত্রিত হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। অনেক নেতার দাবি, এটিই ছিল অজিত পাওয়ারের ‘শেষ ইচ্ছা’। শুক্রবার এনসিপি নেতা ছগন ভুজবল, সুনীল তাটকারে এবং ধনঞ্জয় মুন্ডে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিসের সঙ্গে তাঁর সরকারি বাসভবন বর্ষা বাংলোয় বৈঠক করেন। বর্তমানে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি মহারাষ্ট্রে বিজেপি ও একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিব সেনার সঙ্গে জোট সরকারে রয়েছে।

advertisement

অন্যদিকে শরদ পওয়ার ও সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠী রয়েছে বিরোধী শিবিরে, কংগ্রেস ও উদ্ধব ঠাকরের শিব সেনার সঙ্গে। এনসিপি দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছগন ভুজবল জানান, মুখ্যমন্ত্রী ফডণবিস স্পষ্ট করেছেন যে শনিবারই যদি উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ হয়, তাতে তাঁর কোনও আপত্তি নেই—শর্ত একটাই, দলের বিধায়ক দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেওয়া হতে হবে। অজিত পাওয়ারের হাতে থাকা দফতরগুলির ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। তিনি অর্থ, পরিকল্পনা ও আবগারি দফতরের দায়িত্বে ছিলেন। পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্বও তাঁর হাতে ছিল।

advertisement

দলীয় সূত্রে জানা যাচ্ছে, অর্থ ও পরিকল্পনা দফতর বিজেপির হাতে যেতে পারে। এদিকে শনিবার দুপুর ২টায় এনসিপির বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুনীল তাটকারে। বিধানসভা ও বিধান পরিষদের সদস্যদের পাশাপাশি সাংসদরাও উপস্থিত থাকবেন। বৈঠকেই দলের প্রধান নির্বাচন করা হবে এবং সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে জানানো হবে। এর আগে ভুজবল জানিয়েছিলেন, ৩১ জানুয়ারির বিধায়ক দলের বৈঠকেই সুনেত্রা পাওয়ারের নাম দলের প্রধান হিসেবে ঘোষণা করা হবে।

advertisement

বর্তমানে সুনেত্রা পওয়ার রাজ্যসভার সাংসদ। তিনি মহারাষ্ট্র বিধানসভা বা বিধান পরিষদের সদস্য নন। তবে অজিত পাওয়ারের মৃত্যুর ফলে পুণে জেলার বারামতী বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়েছে। ভুজবল আরও জানান, শোককাল কতদিন হবে—তিন দিন না দশ দিন—এই ধরনের কিছু প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখছেন প্রবীণ নেতা প্রফুল্ল প্যাটেল ও সুনীল তাটকারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিধায়ক দলের বৈঠকেই। সুপ্রিয়া সুলের পরিবর্তে কেন সুনেত্রা পাওয়ার—এই প্রশ্নে দলীয় সূত্রের বক্তব্য, অজিত পাওয়ার শিবিরের অধিকাংশ নেতা সুনেত্রাকেই উপমুখ্যমন্ত্রী ও দলের মুখ হিসেবে চান।

advertisement

কারণ হিসেবে বলা হচ্ছে, এনসিপি মূলত পরিবারকেন্দ্রিক দল এবং নেতৃত্ব পরিবারেই থাকা উচিত। পাশাপাশি দলটি মারাঠা ভিত্তিক হওয়ায় অ-মারাঠা নেতাদের নেতৃত্বে মানতে রাজি নন কর্মী ও সমর্থকদের বড় অংশ। সুনেত্রা পওয়ার মারাঠা মুখ এবং অজিত পাওয়ারের ঘনিষ্ঠ পরিবারভুক্ত হওয়ায় এই ভারসাম্য রক্ষা করতে পারবেন বলে মত নেতৃত্বের। গত কয়েক বছর ধরে তিনি দলের দৈনন্দিন কাজকর্মেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং এনসিপির দুই শিবিরেই তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি। দুই গোষ্ঠীর একত্রীকরণ প্রসঙ্গে দলের কর্মী-সমর্থকদের বড় অংশই চান শরদ ও অজিত পাওয়ার শিবির এক হোক।

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের দাবি, দুই গোষ্ঠীর মিলনই ছিল অজিত পাওয়ারের আন্তরিক ইচ্ছা। তাঁর কথায়, অজিত পওয়ার জীবিত থাকতেই সেই প্রক্রিয়া শুরু হয়েছিল, এখন তা এগিয়ে নিয়ে যাওয়াই উচিত। অজিত পওয়ারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কিরণ গুজরও জানান, তিনি দুই গোষ্ঠীর একত্রীকরণ নিয়ে শতভাগ নিশ্চিত ছিলেন এবং মৃত্যুর কয়েক দিন আগেই বলেছিলেন, প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে। ১৫ জানুয়ারির পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা নির্বাচন দুই শিবির যৌথভাবে লড়েছিল। এরপর আগামী মাসের জেলা পরিষদ নির্বাচনেও জোট বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই এনসিপির ভবিষ্যৎ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শনিবার বিকেলে শপথ অনুষ্ঠান! মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পওয়ার! এনসিপি প্রধানও তিনিই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল