তা হলে উপায়? বিভিন্ন রাজ্যের বিদ্যুত্ দফতরের পরামর্শ, আলো নিভিয়ে রাখলেও ফ্যান চালিয়ে রাখুন৷ নইলে একসঙ্গে সবাই আলো, পাখা চালাতে শুরু করলে লোড নিতে পারবে না গ্রিড৷ ফলে বসে যেতে পারে৷ কারণ, হঠাত্ দেশে বিদ্যুতের চাহিদা পড়ে যাওয়ায় এমনিতেই ২৫ শতাংশ নীচে রয়েছে বিদ্যুতের চাহিদা৷ তার উপর ৯ মিনিট ব্ল্যাকআউট হলে তা একেবারে বসে যেতে পারে বলেই আশঙ্কা৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার দেশবাসীর কাছে আর্জি জানান, রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য সব আলো বন্ধ রেখে মোমবাতি, টর্চ, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে৷
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই চিন্তার ভাঁজ রাজ্য বিদ্যুত্ দফতরগুলির কপালে৷ বিদ্যুত্ বণ্টন সংস্থার ইঞ্জিনিয়াররা বলছেন, দিনের সবচেয়ে চাহিদার সময়ে হঠাত্ গোটা দেশে চাহিদা পড়ে গেলে সব বসে যাবে৷ যদিও কেন্দ্রীয় বিদ্যুত্মন্ত্রকের দাবি, গ্রিডের উপর কোনও প্রভাব পড়বে না৷ সব দেখেশুনেই কাজ করা হবে৷ নিউক্লিয়ার পাওয়ার কর্পরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর আধিকারিকরাও জানাচ্ছেন, মেন গ্রিডের উপর যাতে না প্রভাব পড়ে, তাই বাড়ির ফ্যানগুলি ওই সময় চালিয়ে রাখুন৷