TRENDING:

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় শশী থারুরকে তলব করতে চলেছে আদালত

Last Updated:

কারোর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ না আনলেও, এখনও কাঁটা বিঁধে রইল শশী থারুরের জীবনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কারোর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ না আনলেও, এখনও কাঁটা বিঁধে রইল শশী থারুরের জীবনে ৷ কারণ সুন্দন্দা পুষ্করের মৃত্যু তদন্তে দিল্লি পুলিশের চার্জশিটে ১১ কলামে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের নাম উল্লেখ রয়েছে ৷
advertisement

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধরমেন্দর সিং অধীনে ফাইল হওয়া এই মামলায় আইপিসি-র দুটি ধারার উল্লেখ রয়েছে, একটি ৪৯৮ এ (স্বামী ও শ্বশুরবাড়ির মহিলাদের ওপর অত্যাচার) এবং ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা দেওয়া) ৷

চার বছর আগে দিল্লির একটি হোটেল রুমে রহস্যভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সুনন্দ পুষ্করকে ৷ সেই মামলার এতদিনে চার্জশিট গঠন করল দিল্লি পুলিশ ৷

advertisement

চার্জশিটে সুনন্দা পুষ্কর ‘নিজেই নিজেকে হত্যা’ করেছেন বলে চার্জশিটে জানানো হয়েছে ৷ তাই কারোর বিরুদ্ধ হত্যার চার্জ গঠন হয়নি ৷ তবে স্বস্তির নিঃশ্বাস ফেলার জো নেই তাঁর ৷ চার্জশিটে বলা হয়েছে বিবাহ পরবর্তী মত পার্থক্যের জেরে একজনের মৃত্যু হয়েছে ৷ তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না পাওয়া যাওয়ায় খুনের অভিযোগ আনা যায়নি ৷

advertisement

২৪ মে এই চার্জশিটের ভিত্তিতে থারুরকে সমন পাঠানো হবে ৷ সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন থারুরকে একমাত্র আদালতই সমন পাঠাতে পারে ৷

২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেলে মৃত্যু হয়েছিল ৷ এর ঠিক আগেই পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের সঙ্গে থারুরের নৈকট্য নিয়ে উত্তাল হয়েছিল

প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছিল মৃত্যুর কারণ বিষক্রিয়া ৷ রক্তে অ্যালজোলামের উপস্থিতি দেখা গিয়েছিল পাশাপাশি রুমে ঘুমের ওষুধ ছিল ৷ তবে ঠিক কোন বিষের প্রভাবে মৃত্যু তা বোঝা যায়নি ৷

advertisement

অটাপ্সি রিপোর্টে সুনন্দার দেহে প্রায় ১৫ টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল ৷

যার কোনটাই হয়ত মৃত্যুর কারণ নয় ৷ তবে একদম তাজা দুটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল যাতে একটি ইঞ্জেকশন ও কিছু কামড়ের দাগ ছিল ৷ পাকস্থলিতে অধিক পরিমাণে অ্যালপ্রাজোলামের উপস্থিতিও ধরা পড়েছিল এইএমএসে-র চিকিৎসকদের রিপোর্টে ৷

এরপর এফবিআইয়ের ভিসেরা রিপোর্টে পাওয়া যায় আরও কিছু তথ্য ৷ জানান যায় সুনন্দা পুরোপুরি সুস্থ ছিলেন ৷ তার কোনও রকমের ওষুধ প্রয়োজন ছিল না ৷ একইসঙ্গে তাঁর শরীরে অ্যাপ্রাজোলাম ও হাইড্রক্সি ক্লোরিনের উপস্থিতিও পাওয়া গেছে বলে জানিয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই ঘটনা ভারতীয় সংসদে রাজনৈতিক পালাবদলের পর আরও বড় আকার নেয় ৷ ইউপিএ থেকে বিজেপি পরিচালিত এনডিএ হওয়ার পরই চাপ বাড়ে এই ঘটনার তদন্তের বিষয়ে ৷ বিজেপির সাংসদ সুব্রহ্মমনিয়ম স্বামী দিল্লি হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন ৷ যেখানে তিনি সুনন্দার মৃত্যু তদন্তে সিবিআইয়ের হস্তক্ষেপ চান ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় শশী থারুরকে তলব করতে চলেছে আদালত