TRENDING:

AC Helmet: এসি হেলমেট! দুপুরের গরমে মাথা থাকবে ঠান্ডা, কোথায় পাবেন, দাম কত?

Last Updated:

Vadodara Traffic Police Get AC Helmets: প্রখর রোদে বাইরে বেরলেই মাথা ঝনঝন করার মতো অবস্থা৷ কিন্তু কাজ তো ফেলে রাখা যায় না৷ ফলে বহু মানুষই এই সময় বাইরে কাজে যান৷ কাজের সঙ্গে মাথা ঠান্ডা রাখাও খুব প্রয়োজন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাদোদরা: প্রখর রোদ সবাইকে বিরক্ত করছে। বিশেষ করে যাদের সারাদিন বাইরে কাটাতে হয়। এই কথা মাথায় রেখে গুজরাটের আইআইএম ভাদোদরার ছাত্ররা এক অনন্য উপায় বের করেছে।
advertisement

দেশের বিভিন্ন প্রান্তে এক অবস্থা৷ সারাদিন গরমে হাঁসফাঁস অবস্থা৷ বিশেষ করে যাদের সারাদিন বাইরে কাটাতে হয় তাদের অবস্থা শোচনীয়৷ এই কথা মাথায় রেখে গুজরাটের আইআইএম ভাদোদরার ছাত্ররা এক অভিনব উপায় বের করেছে। শিক্ষার্থীরা এসি হেলমেট তৈরি করেছে, যা প্রচণ্ড গরমে স্বস্তি দেবে।

আরও পড়ুনগরমেও সুখবর, অর্ধকে দামে কিনুন এসি, Amazon গ্র্যান্ড ফেস্টিভ্যাল সেল-এ কোন এসি কত কমে পাবেন? দেখুন তালিকা

advertisement

প্রখর রোদে বাইরে বেরলেই মাথা ঝনঝন করার মতো অবস্থা৷ কিন্তু কাজ তো ফেলে রাখা যায় না৷ ফলে বহু মানুষই এই সময় বাইরে কাজে যান৷ কাজের সঙ্গে মাথা ঠান্ডা রাখাও খুব প্রয়োজন৷ বিশেষ করে এই ভর দুপুরেও ঠাঠা রোদে ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকেন ট্রাফিক সার্জেন্টরা৷

এই হেলমেটগুলি ব্যাটারিতে চলবে৷ সূর্যের প্রখর রোদ থেকে আরাম দেয়। এই হেলমেট পরার পর মাথায় ঠাণ্ডাও থাকে৷ ভাদোদরা ট্র্যাফিক পুলিশ কর্মীরা এই এসি হেলমেট দেওয়া হয়েছে। দিনের উষ্ণতম সময়ে ডিউটিতে থাকা প্রায় ৪৫০ ট্রাফিক পুলিশ অফিসারকে এই বিশেষ হেলমেট দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনAir Condition: AC কেনার সময় ৫টি ভুলে করেন ৯৯ শতাংশ মানুষই! গরমে আরামের বদলে চাপ বেড়ে যায়, আপনি এই এক ফাঁদে পা দেবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ট্র্যাফিক পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও পাবেন এই এসি হেলমেট?এখনই তা জানা যায়নি৷ এই এসি মাথা উপর থাকায়, সারা শরীর ঠান্ডা থাকে৷ ফলে হিটস্ট্রোক বা এধরনের সমস্যা থেকে বাঁচতে সাহায্য করে৷ এমনকী বাইক চালানোর সময়ও এই বাইক সাহায্য করবে৷ এগুলো দুর্ঘটনার ক্ষেত্রে গুরুতর আঘাত থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
AC Helmet: এসি হেলমেট! দুপুরের গরমে মাথা থাকবে ঠান্ডা, কোথায় পাবেন, দাম কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল