TRENDING:

Ranthambore National Park : রণথম্বর জাতীয় উদ্যানে পর্যটকদের সামনেই বাঘিনির আক্রমণে ছিন্নভিন্ন পথকুকুর

Last Updated:

Ranthambore National Park : সামাজিক মাধ্যমে৷ রণথম্বর জাতীয় উদ্যানের ইউটিউব চ্যানেল সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে জোন ওয়ানে এই ঘটনা ঘটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রণথম্বর : বাঘিনির আক্রমণে পর্যটকদের সামনেই ছিন্নভিন্ন কুকুর৷ রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যানের (Ranthambore National Park ) এই ভিডিও দেখে আতঙ্কিত নেটদুনিয়া৷ বাঘিনির কুকুর শিকারের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে৷ রণথম্বর জাতীয় উদ্যানের ইউটিউব চ্যানেল সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে জোন ওয়ানে এই ঘটনা ঘটে৷
advertisement

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে পর্যটকভর্তি কিছু গাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে একটি পথকুকুর৷ পলকের মধ্যে ভিডিও ক্লিপে বিদ্যুৎগতিতে বাঘিনির আগমন৷ কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে যায়৷ এক পর্যটকের গলায় শোনা যায় আর্ত চিৎকার, ‘‘বাঘিনি ধরে ফেলেছে কুকুরটিকে!’’( Sultana the tigress of Ranthambore National Park hunts a stray dog in front of tourists)

advertisement

আরও পড়ুন : সংক্রমণের দাপটে রাজধানীতে ইয়েলো অ্যালার্ট, কঠোর বিধিনিষেধে ‘প্রায় লকডাউন’ পরিস্থিতি

বন্যপ্রাণ নিয়ে উৎসাহীদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে এই ভিডিও৷ তাঁদের আশঙ্কা, কুকুরটির মাংস খাওয়ার ফলে ক্যানাইন ডিসটেম্পার ও অন্য অসুখে ভয়াবহভাবে কমে যেতে পারে বাঘের সংখ্যা৷ ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্টের অনীশ অন্ধেরিয়া ভিডিও ক্লিপটি ট্যুইটারে শেয়ার করে লিখেছেন, ‘‘রণথম্বরের ভিতরে কুকুরকে মেরেছে বাঘ৷ এর ফলে বাঘের ক্ষেত্রে মারণ অসুখ ক্যানাইন ডিসটেম্বারের আশঙ্কা অনেক বেড়ে যাচ্ছে৷ এতে খুব অল্প সময়েই নির্দিষ্ট এলাকায় বাঘের সংখ্যা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে৷’’ তাঁর কথায়, বন্যপ্রাণের কাছে কুকুর সব সময় একটা বড়া আতঙ্ক৷ অভয়ারণ্যে তাদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন৷

advertisement

আরও পড়ুন : বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল! ওমিক্রন আতঙ্কে কড়া বিধিনিষেধ ফিরল দিল্লিতে

পোস্ট করার মাত্র একদিনের মধ্যে ট্যুইটারে ভিডিয়োর ভিউজ ছাপিয়েছে ৩৬ হাজার৷ একজন জানতে চেয়েছেন চিতাবাঘ বা লেপার্ড কেন ক্যানাইন ডিসটেম্পারে আক্রান্ত হতে পারে না? অন্ধেরিয়া তাঁকে জানিয়েছেন, লেপার্ডদের সঙ্গে কুকুরের পরিচিতি অনেক বেশি৷ লোকালয়ে শিকার ধরার সময় কুকুরই তাদের মূল নিশানা৷ তাই বাঘ ও এশিয়াটিক সিংহের তুলনায় তাদের এ ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি৷ ব্যাখ্যা অন্ধেরিয়ার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত সামাজিক মাধ্যমে যে বাঘিনির সারমেয় শিকারের ছবি ছড়িয়ে পড়েছে, সেই সুলতানার সাঙ্কেতিক নাম টি-১০৭৷ পাঁচ বছর বয়সি সুলতানা রণথম্বরের বড় অংশ শাসন করে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Ranthambore National Park : রণথম্বর জাতীয় উদ্যানে পর্যটকদের সামনেই বাঘিনির আক্রমণে ছিন্নভিন্ন পথকুকুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল