TRENDING:

সুখোই ২০০০ থেকে ক্ষেপনাস্ত্র ছুঁড়তে প্রস্তুত ভারত

Last Updated:

ইতিহাস তৈরির পথে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি। সুখোই ২০০০ যুদ্ধবিমান থেকে ছুটে যাবে বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’। এর আগে যুদ্ধবিমানের মাধ্যমে ব্রহ্মসের মতো ব্যাপক ও দুরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়নি। আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রেও এই কৃতিত্ব দেখাতে পারেনি কোনও দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:    ইতিহাস তৈরির পথে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি। সুখোই ২০০০ যুদ্ধবিমান থেকে ছুটে যাবে বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’। এর আগে যুদ্ধবিমানের মাধ্যমে ব্রহ্মসের মতো ব্যাপক ও দুরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়নি। আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রেও এই কৃতিত্ব দেখাতে পারেনি কোনও দেশ।
advertisement

প্রস্তুতি শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইতেই আকাশের বুক চিরে বেরোবে ভারতের প্রতিরক্ষার তুরুপের তাস। সুখোই ২০০০ যুদ্ধবিমান থেকে নির্দিষ্ট লক্ষবস্তুতে ছোঁড়া হবে ব্রহ্মস।

মার্কিন এফ ১৮ যুদ্ধবিমান থেকে ছোঁড়া হয়েছিল ২২০০ কেজির টোমাহক ৭ ৷

এখনও পর্যন্ত যুদ্ধবিমান থেকে ছোঁড়া দীর্ঘতম ক্ষেপণাস্ত্র ৷ ৩৮০০ কেজির ব্রহ্মসের পরীক্ষা সফল হলে সেই রেকর্ড ভেঙে যাবে ৷ আকাশ থেকে ভূমি ও আকাশ থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ব্রহ্মস ৷ ৩ থেকে ৫ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ব্রহ্মস ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে প্রথম সারিতেই থাকবে সুখোই ২০০০ যুদ্ধবিমান। তবে সাধারণভাবে এতেও ১৮০০ কেজির বেশি ভারি ক্ষেপণাস্ত্র বহন করা অসম্ভব। তা হলে সেই যুদ্ধবিমান থেকে ৩৮০০ কেজির ব্রহ্মসের নিক্ষেপ হবে কীভাবে? এখানেই প্রযুক্তিতে অন্য সবাইকে পিছনে ফেলে দিয়েছে ভারত। ৩৮০০ কেজির ভার বইতে সুখোইয়ের কাঠামোয় পরিবর্তন এনেছেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা। ব্রহ্মস এরোস্পেস কর্পোরেশনের এই সাফল্যকে কুর্নিশ করে মার্কিন নৌ-সেনা প্রধানের দাবি, যুদ্ধবিমান থেকে ৩৮০০ কেজির ক্ষেপণাস্ত্র! আমাদের কাছে এখনও যা স্বপ্ন, তাই সত্যি করছে ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সুখোই ২০০০ থেকে ক্ষেপনাস্ত্র ছুঁড়তে প্রস্তুত ভারত