এদিনের ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্যামনগরের ‘দানাপানি’ নামের এক রেস্তোরাঁর পিছনের দিকে৷ ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গোগামেরিরই বাড়িতে তাঁর উল্টোদিকের চেয়ারে বসেছিলেন দুই যুবক৷ হঠাৎই উঠে দাঁড়িয়ে তারা গোগামেরি ও তাঁর দুই রক্ষীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ তারপরেই ঘটনাস্থল থেকে বেরিয়ে যায় ঝড়ের গতিতে৷
হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোগামেরির৷ মৃত্যু হয় তাঁর দুই রক্ষীরও৷
advertisement
হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনার সিসিটিভি ফুটেজ সহ অন্যন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করেন তাঁরা৷
কিছুদিন আগেই সম্পত নগরের লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে খুনের হুমকি পেয়েছিলেন সুখদেব সিং গোগামেরি৷ হুমকির কথা পুলিশকেও জানিয়েছিলেন৷ এখন এটি ‘গ্যাং ওয়ার’, না এর পিছনে কোনও রাজনৈতিক অঙ্ক রয়েছে, তা স্পষ্ট হয়নি এখনও৷
চলতি বছরেই জুন মাসে মধ্যপ্রদেশের ইনদওরে একটি হোটেলের ঘরে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক করণিসেনা কর্মীর৷ তাঁর শরীরে গুলির ক্ষত পাওয়া গিয়েছিল৷