TRENDING:

Karni Sena Chief Murder: বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি! রাজস্থানে খুন করণি সেনার প্রধান, ‘গ্যাং ওয়ার’ না অন্য কিছু

Last Updated:

হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনার সিসিটিভি ফুটেজ সহ অন্যন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে তাঁরা৷ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান: ভোটের ফলাফল ঘোষণার পরেই তুলকালাম কাণ্ড রাজস্থানে৷ দিনেদুপুরে জয়পুরে তাঁরই নিজের বাড়িতে ঢুকে রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেরিকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা৷ সম্প্রতি বিষ্ণোই গ্যাং থেকে তিনি খুনের হুমকি পেয়েছিলেন বলে সূত্রের খবর৷ ২০১৮ সালে দীপিকা-রণবীর অভিনীত ‘পদ্মাবতী’ সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েই সংবাদ শিরোনামে উঠে আসে রাজস্থানের করণি সেনার নাম৷ তবে সম্প্রতি, করণি সেনার মূল সংগঠন থেকে আলাদা হয়ে নিজস্ব দল তৈরি করেছিলেন এই সুখদেব সিং গোগামেরি৷
advertisement

এদিনের ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্যামনগরের ‘দানাপানি’ নামের এক রেস্তোরাঁর পিছনের দিকে৷ ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গোগামেরিরই বাড়িতে তাঁর উল্টোদিকের চেয়ারে বসেছিলেন দুই যুবক৷ হঠাৎই উঠে দাঁড়িয়ে তারা গোগামেরি ও তাঁর দুই রক্ষীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ তারপরেই ঘটনাস্থল থেকে বেরিয়ে যায় ঝড়ের গতিতে৷

হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোগামেরির৷ মৃত্যু হয় তাঁর দুই রক্ষীরও৷

advertisement

আরও পড়ুন: স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’! প্রবল বৃষ্টির সঙ্গে তোলপাড় করা হাওয়া, কী প্রভাব বঙ্গে?

হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনার সিসিটিভি ফুটেজ সহ অন্যন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করেন তাঁরা৷

কিছুদিন আগেই সম্পত নগরের লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে খুনের হুমকি পেয়েছিলেন সুখদেব সিং গোগামেরি৷ হুমকির কথা পুলিশকেও জানিয়েছিলেন৷ এখন এটি ‘গ্যাং ওয়ার’, না এর পিছনে কোনও রাজনৈতিক অঙ্ক রয়েছে, তা স্পষ্ট হয়নি এখনও৷

advertisement

আরও পড়ুন: একা মমতা নন, যাচ্ছেন না অনেক দলের নেতা! বাধ্য হয়েই কি ‘ইন্ডিয়া’র বৈঠক বাতিল করল কংগ্রেস?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি বছরেই জুন মাসে মধ্যপ্রদেশের ইনদওরে একটি হোটেলের ঘরে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক করণিসেনা কর্মীর৷ তাঁর শরীরে গুলির ক্ষত পাওয়া গিয়েছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Karni Sena Chief Murder: বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি! রাজস্থানে খুন করণি সেনার প্রধান, ‘গ্যাং ওয়ার’ না অন্য কিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল