মনরেগা প্রকল্পে বিপুল পরিমাণ বকেয়া নিয়ে অব্যাহত কেন্দ্র-রাজ্য চাপানউতোর। একাধিক সভা, প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ১০০ দিনের টাকা না পাওয়া নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে, রাজ্য বিজেপি দাবি তুলেছে, একশো দিনের কাজের প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য। এক প্রকল্পের টাকা অন্য খআতে ব্যবহার করা হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বকেয়া কাজ শেষ করতে মরিয়া রাজ্য প্রশাসন।
advertisement
আরও পড়ুন- চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা
সূত্রের খবর, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে শুভেন্দু-সুকান্তর বৈঠক রাজ্যের মানুষের কাছে 'ভুল' বার্তা দিতে পারে বলে মনে করেছেন বিজেপির নেতৃত্ব।
রাজনীতির কারবারিদের মতে, এমন বৈঠক হতে মানুষ মনে করতে পারেন, রাজ্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েই হয়ত রাজ্যের বকেয়া পাওনা মেটাচ্ছে না কেন্দ্রীয় সরকার। এমন নানা কারণেই শুভেন্দু-সুকান্তর সঙ্গে গিরিরাজের একান্ত বৈঠক বাতিল করা হয়েছে বলে খবর বিজেপি সূত্রের।
যদিও সুকান্তর সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন গিরিরাজ। অন্যদিকে, আজ দিল্লিতে বঙ্গ বিজেপির সংসদীয় বৈঠকও রয়েছে। ওই বৈঠকে রাজ্যের বিজেপি সাংসদদের উপস্থিত থাকতে বলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। ওই বৈঠকে থাকার কথা শুভেন্দুর।
আরও পড়ুন- ৩৬ বছর পর মেসির হাতেই বিশ্বসেরা মারাদোনার দেশ, নীল সাদা আকাশের পুরোটাই আর্জেন্টিনা!
আবাস যোজনার বরাদ্দ এসে পৌঁছনোর পর থেকেই রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহপ্রাপকদের তালিকা যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে রাজ্য। আর সেই কাজ শুরু হতেই সামনে আসছে ভুরি ভুরি অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে তালিকা যাচাইয়ে বেশ কয়েক দফা নিয়মবিধি বেঁধে দিয়েছে নবান্ন। হুমকির ঘটনা রুখতে পুলিশকেও কাজে লাগানোর ব্যবস্থা হয়েছে।
গত শুক্রবার বাঁকুড়ার ওন্দার জনসভায় শুভেন্দু জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, তা জানাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদার এবং তিনি। সেদিন শুভেন্দু বলেন, "আমরা চাই কোনও রং দেখে নয়, নিয়ম মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ তালিকা তৈরি করা হোক। এতদিন কোনও নিয়মকানুন ছাড়াই ১৭ দফা গাইডলাইন অমান্য করে মোটা টাকার বিনিময়ে তৃণমূলের লোকেরা ঠিক করে দিচ্ছিল কারা বাড়ি পাবেন। রাজ্য সরকার স্বচ্ছ তালিকা তৈরির প্রতিশ্রুতি দিলেও, সেই চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন শাসকদলের দুর্নীতিগ্রস্ত নেতারা।" গিরিরাজের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টাল চালুর আবেদন জানানোর পরিকল্পনা ছিল শুভেন্দুদের।