TRENDING:

৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ও ফুল দিয়ে পুরীর সৈকতে গজানন, গণেশ চতুর্থীতে বালুকাশিল্পীর সুদর্শন পট্টনায়কের সৃষ্টি-শ্রদ্ধার্ঘ্য

Last Updated:

Ganesh Chaturthi 2022: বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়কের হাতের স্পর্শে সেখানে বিমূর্ত হয়ে উঠেছেন বিঘ্নেশ, বালুবিগ্রহে ৷ তাঁর বালুভাস্কর্যে বরাবরই মুগ্ধ দেশবাসী ৷ এ বার সেই তালিকায় যুক্ত হল নতুন সৃষ্টি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরী : গণেশ চতুর্থীর উৎসবে মাতোয়ারা সারা দেশ ৷ মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গোয়া, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ দেশের নানা অংশে ছড়িয়ে পড়েছে গণপতি উৎসবের রেশ ৷ বাদ নেই পুরীর সৈকতও ৷ সেখানেও উপস্থিত সিদ্ধিদাতা বিনায়ক ৷ বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়কের হাতের স্পর্শে সেখানে বিমূর্ত হয়ে উঠেছেন বিঘ্নেশ, বালুবিগ্রহে ৷ তাঁর বালুভাস্কর্যে বরাবরই মুগ্ধ দেশবাসী ৷ এ বার সেই তালিকায় যুক্ত হল নতুন সৃষ্টি ৷
বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়কের হাতের স্পর্শে সেখানে বিমূর্ত হয়ে উঠেছেন বিঘ্নেশ, বালুবিগ্রহে
বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়কের হাতের স্পর্শে সেখানে বিমূর্ত হয়ে উঠেছেন বিঘ্নেশ, বালুবিগ্রহে
advertisement

বিনায়কের মুখাবয়ব তৈরির জন্য শিল্পী তৈরি করেছেন ৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ৷ সঙ্গে কিছু ফুল ৷ এই দিয়েই তৈরি করা হয়েছে গজানন দেবকে ৷ প্রসঙ্গত গণেশ পুজোর অন্যতম উপাদান এই দুই জিনিস ৷ প্রসঙ্গত লাড্ডু ও মোদক গণেশপুজোর অন্যতম ভোগপ্রসাদ ৷ ওড়িশার পুরী সৈকতে গজাননের এই বিগ্রহের সামনে তিনি তৈরি করেছেন দু’টি হাতির মূর্তিও ৷

advertisement

আরও পড়ুন : আজ গণেশ চতুর্থী, পুণ্যতিথিতে দেখুন মুম্বইয়ের শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরে গণপতি বাপ্পাকে আরতি

গত বছর সুদর্শন পট্টনায়ক ৭ হাজার ঝিনুক দিয়ে গণেশের মূর্তি তৈরি করেছিলেন ৷ ২০১৯ সালের গণেশ চতুর্থীতে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়েছিলেন গণেশ বিগ্রহ ৷ সঙ্গে এই বার্তা দিয়েছিলেন প্লাস্টিক ব্যবহার না করার জন্য ৷ ১০ ফিট লম্বা সেই মূর্তি বানাতে তাঁর প্রয়োজন হয়েছিল এক হাজার অব্যবহৃত প্লাস্টিকের বোতল এবং ৫ টন বালি ৷

advertisement

আরও পড়ুন :  প্রেমিক বা প্রেমিকার বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপের আগে নার্ভাসনেস কাটাতে রইল জরুরি টিপস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

গণেশবিগ্রহের মধ্যে এ বার সৃষ্টিশীলতার ছোঁয়া পাওয়া গিয়েছে ‘পুষ্পা রাজ’ স্টাইলেও ৷ মহারাষ্ট্রের কিছু মণ্ডপে পুষ্পা রাজের ধরনে গণেশ বিগ্রহ দেখা গিয়েছে পুষ্পা রাজের ধরনে ৷ প্রসঙ্গত ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ সারা দেশে বিপুল জনপ্রিয়তা পায় ৷ শুধু তেলুগু ভাষাভাষী রাজ্যেই নয়, হিন্দি বলয়েও যথেষ্ট বাণিজ্য করেছে এবং জনপ্রিয়তা পেয়েছে এই ব্লকবাস্টার ৷ এই ছবির হিন্দি সংস্করণ থেকেই উপার্জন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ও ফুল দিয়ে পুরীর সৈকতে গজানন, গণেশ চতুর্থীতে বালুকাশিল্পীর সুদর্শন পট্টনায়কের সৃষ্টি-শ্রদ্ধার্ঘ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল