বিনায়কের মুখাবয়ব তৈরির জন্য শিল্পী তৈরি করেছেন ৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ৷ সঙ্গে কিছু ফুল ৷ এই দিয়েই তৈরি করা হয়েছে গজানন দেবকে ৷ প্রসঙ্গত গণেশ পুজোর অন্যতম উপাদান এই দুই জিনিস ৷ প্রসঙ্গত লাড্ডু ও মোদক গণেশপুজোর অন্যতম ভোগপ্রসাদ ৷ ওড়িশার পুরী সৈকতে গজাননের এই বিগ্রহের সামনে তিনি তৈরি করেছেন দু’টি হাতির মূর্তিও ৷
advertisement
আরও পড়ুন : আজ গণেশ চতুর্থী, পুণ্যতিথিতে দেখুন মুম্বইয়ের শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরে গণপতি বাপ্পাকে আরতি
গত বছর সুদর্শন পট্টনায়ক ৭ হাজার ঝিনুক দিয়ে গণেশের মূর্তি তৈরি করেছিলেন ৷ ২০১৯ সালের গণেশ চতুর্থীতে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়েছিলেন গণেশ বিগ্রহ ৷ সঙ্গে এই বার্তা দিয়েছিলেন প্লাস্টিক ব্যবহার না করার জন্য ৷ ১০ ফিট লম্বা সেই মূর্তি বানাতে তাঁর প্রয়োজন হয়েছিল এক হাজার অব্যবহৃত প্লাস্টিকের বোতল এবং ৫ টন বালি ৷
আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকার বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপের আগে নার্ভাসনেস কাটাতে রইল জরুরি টিপস
গণেশবিগ্রহের মধ্যে এ বার সৃষ্টিশীলতার ছোঁয়া পাওয়া গিয়েছে ‘পুষ্পা রাজ’ স্টাইলেও ৷ মহারাষ্ট্রের কিছু মণ্ডপে পুষ্পা রাজের ধরনে গণেশ বিগ্রহ দেখা গিয়েছে পুষ্পা রাজের ধরনে ৷ প্রসঙ্গত ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ সারা দেশে বিপুল জনপ্রিয়তা পায় ৷ শুধু তেলুগু ভাষাভাষী রাজ্যেই নয়, হিন্দি বলয়েও যথেষ্ট বাণিজ্য করেছে এবং জনপ্রিয়তা পেয়েছে এই ব্লকবাস্টার ৷ এই ছবির হিন্দি সংস্করণ থেকেই উপার্জন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা ৷