TRENDING:

যন্তর মন্তরে ধরনারত কুস্তিগীরদের পাশে দাঁড়াল এসইউসিআই

Last Updated:

বর্তমান এবং ভবিষ্যৎ খেলোয়াড়রদের জন্য কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শ্মরণ সিং কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন বলে অভিযোগ করা হয়েছে সমর্থনপত্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির যন্তরমন্তরে ধরনারত কুস্তিগীরদের পাশে দাঁড়াল এসইউসিআই। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতদের চিঠি লিখে তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে সমর্থনপত্র দিলেন এসইউসিআইয়ের প্রাক্তন সাংসদ  তরুণ মণ্ডল।
কুস্তিগীরদের পাশে এসইউসিআই৷
কুস্তিগীরদের পাশে এসইউসিআই৷
advertisement

আইনের শাসন যাতে অক্ষুন্ন থাকে তার জন্য দেশের সরকারের পদক্ষেপ করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি বিক্ষোভরত কুস্তিগীররা বলেছেন, কোনও ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ের থেকেও এক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া তাঁদের কাছে অনেক বড়। সেই মন্তব্যের প্রশংসা করেছেন তরুণ মণ্ডল। তিনি জানিয়েছেন, এই বক্তব্য খুবই প্রশংসনীয় এবং ভাবী প্রতিযোগীদের কাছে একটি বড় শিক্ষা।

advertisement

বর্তমান এবং ভবিষ্যৎ খেলোয়াড়রদের জন্য কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শ্মরণ সিং কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন বলে অভিযোগ করা হয়েছে সমর্থনপত্রে। ক্ষমতায় থাকা গোষ্ঠী দেশের আইন শৃঙ্খলা, নৈতিকতা, আচরণবিধি বারেবারে লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে এসইউসিআই। দলের প্রতিটি শাখায় কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন রাজ্যে খেলোয়াড়রদের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামার প্রতিশ্রতি দিয়েছেন এসইউসিআই নেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার যন্তরমন্তরে গিয়েছিলেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দার। ক্রীড়াবিদদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে বার্তা দেন দুই সাংসদ। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের সঙ্গে কথা বলেন দোলা সেন এবং অপরূপা পোদ্দার।

বাংলা খবর/ খবর/দেশ/
যন্তর মন্তরে ধরনারত কুস্তিগীরদের পাশে দাঁড়াল এসইউসিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল