বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে মায়ের নামে একটি গাছের নামকরণ করলেন। চারা রোপণের পর সেই চারার পাও ছুঁলেন তিনি। কারণ তিনি প্রতিটি গাছকে মায়ের নাম দিয়েছেন। এই জন্য তাঁকে গাছের সামনে মাথা নত করতে দেখা যায়। প্রায়শই অনেকেই দেখেছেন তিনি শুধুমাত্র শ্রদ্ধায় গাছের সামনে মাথা নত করছেন।
advertisement
শিব আগরওয়াল, মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড় থানার স্টেশন ইনচার্জ, তিনি যাঁর সঙ্গেই দেখা করেন, তাঁকেই মৃদু হেসে এবং জনসেবার দ্বারা তাঁর মন জয় করেন। পুলিশের প্রতি জনমনে যে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে তা সহজেই দূর হয়ে যায় এঁর কাছে এলে। আমরা যদি শিব আগরওয়ালের থানা চত্তরের কথা বলি, তাহলে শুধুমাত্র তাঁর থানায় ৫০০ থেকে ৬০০ চারা রোপণ করা হয়েছে। সেখানে লাগাতার চলছে বৃক্ষরোপণের কাজ।
তাঁরা নিজেরাই এই সব গাছ পর্যবেক্ষণ করেন
এই গাছগুলি শিব আগরওয়াল নিজেই পর্যবেক্ষণ করছেন। শিব আগরওয়াল লোকাল 18-এর মাধ্যমে মানুষকে এই বার্তা দিয়েছেন যে, তাঁদের জীবন সুরক্ষিত রাখতে, তাঁদের অবশ্যই একটি গাছ লাগাতে হবে। সেটা তাঁর মায়ের নামেই হোক, নিজের নামেই হোক বা অন্য কার নামে হোক, সকলকে অবশ্যই একটি গাছ লাগাতে হবে। এই গাছকে রক্ষা করার দায়িত্বও আমাদের নিতে হবে, কারণ একটি গাছ যখন বৃক্ষে পরিণত হয়, তখন এটি সমগ্র সমাজের জীবনকে সুরক্ষিত করার দায়িত্ব নেয়।