ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মাণিক সাহার কথায়, ‘‘মণিপুরে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের সহযোগিতায় রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল।’’ আর তারই লক্ষ্যে সরকার একটি বিশেষ টিম মণিপুরে পাঠিয়েছিল। এছাড়া তাঁদের দ্রুত ত্রিপুরায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় বিমানের ব্যবস্থা করেছে সরকার। মাণিক সাহা বলেন, ‘‘অভিভাবকদের সামনেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।’’
advertisement
আরও পড়ুন: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন আয়কর অফিসার, কেন অশান্তির আগুনে জ্বলছে মণিপুর?
শনিবার রাতে বিশেষ বিমানে আগরতলা আসেন ছাত্রছাত্রীরা৷ তাঁদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ সন্তানদের ফিরে পেয়ে আশ্বস্ত বাবা-মায়েরা।
জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷