সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য এসএফআই নেতারা এক বিবৃতি প্রকাশ করে জানান যে, এই খসড়ার মাধ্যমে পাঠ্যক্রমে বিজ্ঞানবিরোধী এবং গেরুয়াকরণমূলক উপাদান যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, রসায়নের পাঠক্রমে সরস্বতী বন্দনার উল্লেখ এবং বাণিজ্য বিষয়ে কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ পড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ভারতের স্বাধীনতা সংগ্রাম বিষয়ের পাঠ্যতালিকায় ভি. ডি. সাভারকরের লেখা ‘দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেনডেন্স’ অন্তর্ভুক্ত করা হয়েছে। যার তীব্র নিন্দা করেছে বাম ছাত্র সংগঠন।
advertisement
বিবৃতিতে এসএফআঅ দাবি করেছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় আরএসএস-এর মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সংবিধানের অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, বৈজ্ঞানিক মনোভাব ও মানবতাবাদ গড়ে তোলা নাগরিকদের মৌলিক কর্তব্য, অথচ এই খসড়া তার পরিপন্থী। তারা একে উচ্চশিক্ষার গেরুয়াকরণ এবং অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার চক্রান্ত হিসেবে দেখছে।
আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে বিশেষ উদ্যোগ SFI-এর, ভগৎ সিংয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাল সৃজনরা
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাভারকরের লেখাকে অন্তর্ভুক্ত করার তীব্র বিরোধিতা করে এসএফআই জানিয়েছে, এই ধরনের রচনার মাধ্যমে প্রকৃত ইতিহাস বিকৃত করা হচ্ছে। তারা দাবি করে, যাঁরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের লেখা ইতিহাস শিক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। তারা শিক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক সত্য, বিজ্ঞানমনস্কতা ও প্রগতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।